শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠন করেছেন দেশটির একটি বেসামরিক আদালত। বলা হচ্ছে, দেশটির এই প্রথম কোনো সেনাপ্রধান এ ধরনের বিচারের মুখোমুখি হচ্ছেন। মোশাররফের বিরুদ্ধে অবৈধভাবে সংবিধান স্থগিত করা এবং ২০০৭ সালে জরুরি অবস্থা জারির অভিযোগ রয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, মোশাররফের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তবে নিজের বিরুদ্ধে আনীত অভিযোগ সবসময়ই মোশাররফ অস্বীকার করেছেন এবং তিনি দাবি করে আসছেন, এ ধরনের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অবৈধভাবে সংবিধান স্থগিত এবং ২০০৭ সালে জরুরি অবস্থা জারির ঘটনায় করা রাষ্ট্রদ্রোহের মামলায় মোশাররফের বিরুদ্ধে এই অভিযোগ গঠন করা হলো। দোষী সাব্যস্ত হলে তাঁর মৃত্যুদণ্ডাদেশ হতে পারে।
১৯৯৯ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের ক্ষমতায় ছিলেন মোশাররফ।
আইনজীবীরা বলছেন, দোষী সাব্যস্ত হলে সাবেক এ সামরিক শাসকের মৃত্যুদণ্ড হতে পারে। ২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত দেশের শাসন আসনে চেপে বসা মোশাররফই পাকিস্তানের এতো দীর্ঘ সময়ের রাষ্ট্রপ্রধান ছিলেন।