প্রযুক্তি আকাশ ডেস্ক: নিয়মিত অনলাইনে থাকেন বলে ইতিমধ্যেই হয়তো গুগল আপনার নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। অনুসন্ধান থেকে শুরু করে বিশ্বের জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের নির্মাতা গুগল আগামী বছরও আপনার জীবনের বড় অংশ দখল করে নিতে যাচ্ছে। ২৫ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে গুগল আই ৩ ২০১৪ নামের বার্ষিক ডেভেলপার সম্মেলনে গুগল এমন পাঁচটি প্রকল্পের কথা জানিয়েছে যা আপনাকে পিসি ও মোবাইল ফোনের বাইরেও বাড়ির বিভিন্ন যন্ত্রের সঙ্গে আটকে রাখবে। অর্থাত্ গুগলের সঙ্গে আপনার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। আগামী বছর গুগল ও অ্যান্ড্রয়েডকে যেভাবে পাবেন তা নিয়ে টাইমস অব ইন্ডিয়া প্রকাশ করেছে একটি প্রতিবেদন।
অ্যান্ড্রয়েড ওয়্যার
অ্যান্ড্রয়েড ওয়্যার সফটওয়্যারচালিত স্মার্টওয়াচ আপনার হাতে পরা মানে গুগলকে আপনার হাতে জড়িয়ে রাখা। ইতিমধ্যে গুগলের অ্যান্ড্রয়েড ওয়্যারনির্ভর হাতঘড়ি বিক্রি শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। স্যামসাং, মটোরোলা, এলজি তৈরি করছে অ্যান্ড্রয়েড ওয়্যার চালিত স্মার্টওয়াচ। শিগগিরই আপনি হয়তো মোবাইল ফোন বাদ দিয়ে হাতঘড়ি দিয়েই কথা বলতে অভ্যস্ত হয়ে যাবেন কিংবা হাতঘড়িতেই ইন্টারনেট ব্রাউজ করবেন। এজন্য আপনাকে কোনো কিছু স্পর্শ করাও লাগবে না। আপনার কণ্ঠস্বর শনাক্ত করেই গুগলের সফটওয়্যারচালিত স্মার্টওয়াচ কাজ করবে।
অ্যান্ড্রয়েড টিভি
গুগল আপনার টিভির ঘরও দখল করতে আসছে। আপনার টিভির অপারেটিং সিস্টেমটি হবে গুগলের অ্যান্ড্রয়েডনির্ভর। ২০১৫ সালে বাজারে আসবে অ্যান্ড্রয়েডচালিত টিভি। সেট টপ বক্স ব্যবহার করে টেলিভিশন স্ক্রিন, স্মার্ট টিভি ও ভিডিও গেম কনসোলে পাবেন গুগলের সফটওয়্যার। গুগল নাউ সফটওয়্যার আপনার প্রিয় টিভি অনুষ্ঠানের বিষয়টি বুঝতে পারবে।
আগামী বছরের মধ্যেই অ্যান্ড্রয়েড টিভি অ্যাপস পাওয়া যাবে। এই টিভির সঙ্গে স্মার্টফোন, ট্যাবলেট কিংবা অ্যান্ড্রয়েড ঘড়ি সমানতালে কাজ করতে পারবে। সম্প্রতি হয়ে যাওয়া গুগলের সম্মেলনে দেখানো হয়েছে কীভাবে হাতের ঘড়িটি হয়ে উঠবে টেলিভিশনের রিমোট কন্ট্রোল। শুধু তাই নয়, সিনেমা দেখার সময়েই এই অ্যাপসের মাধ্যমে গুগলে সার্চ করে তারকাদের সম্পর্কেও বিস্তারিত জেনে নেওয়া যাবে। এ ছাড়াও, এর মাধ্যমে টেলিভিশনের বড় পর্দাটি হয়ে উঠবে আপনার মোবাইলের একটি বড় পর্দা। সেখানে খেলা যাবে অ্যাংরি বার্ড থেকে শুরু করে নানা রকমের গেমস।
অ্যান্ড্রয়েড অটোঅ্যান্ড্রয়েড অটো
গুগল শুধু আপনার ঘরের সঙ্গী নয় বরং বাইরের সঙ্গীও হতে যাচ্ছে। আপনার গাড়িতেও আসছে গুগল। অ্যান্ড্রয়েড অটো ব্যবহার করে গাড়ি ও ফোনের মধ্যে সম্পর্ক তৈরি করা যাবে। যুক্তরাষ্ট্রে ২৫ শতাংশ সড়ক দুর্ঘটনার জন্য দায়ী চালকের মোবাইল ফোনের ব্যস্ততা। এ কারণে হাত ব্যবহার না করেই গাড়িতে নানান কাজ করার সুযোগ তৈরি করবে অ্যান্ড্রয়েড অটো। অত্যাধুনিক ভয়েস-রিকগনিশন সিস্টেমের মাধ্যমে কথা বলে সেই বার্তা পাঠিয়ে দেওযা যাবে, রাস্তা-ঘাটের খোঁজ খবর নেওয়া যাবে কিংবা ফোন কলের জবাবও দেওয়া যাবে অ্যান্ডয়েড অটো থেকে। এ জন্য রাস্তা থেকে চোখ সরানো লাগবে না। এ বছরের শেষ নাগাদ অ্যান্ড্রয়েড অটো বাজারে চলে আসবে।
গুগল ফিট
ঘড়ি, বাড়ি ও গাড়িতেই শুধু নয় আপনার শরীরের ওপরও প্রভাব ফেলতে শুরু করবে গুগল। স্বাস্থ্যসংক্রান্ত একটি সেবা ‘ফিট’ আনছে গুগল, যা আপনার নিত্যপ্রয়োজনীয় ফিচার হয়ে দাঁড়াবে। আগামী বছরেই এটি উন্মুক্ত হবে। গুগলের এই প্ল্যাটফর্মটি আপনার সুস্বাস্থ্যের জন্য নানা রকম তথ্য ও পরামর্শ দিয়ে সাহায্য করবে।
অ্যান্ড্রয়েড ওয়ানচালিত মোবাইল ফোনঅ্যান্ড্রয়েড ওয়ান
আপনি ভাগ্যবান একারণে যে আপনার হাতে একটি স্মার্টফোন রয়েছে। কিন্তু এই বিশ্বে কোটি কোটি মানুষের কাছে এখনও স্মার্টফোন পৌঁছেনি। গুগল সবার হাতে সাশ্রয়ী স্মার্টফোন পৌঁছে দেবার পরিকল্পনা করেছে। অ্যান্ড্রয়েড ওয়ান হচ্ছে অ্যান্ড্রয়েডের একটি সংস্করণ যা কমদামি মোবাইল ফোনে ব্যবহার করা যাবে। অ্যান্ড্রয়েডের এই সংস্করণনির্ভর স্মার্টফোনে এফএম রেডিওর মতো বেশ কিছু বেসিক ফিচার থাকবে। এই স্মার্টফোনগুলো হবে পাঁচ ইঞ্চির চেয়ে ছোট মাপের। দাম হবে ১০০ ডলারের মধ্যে। এটি কমদামি স্মার্টফোন নির্মাতাদের সহজেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করার সুযোগ তৈরি করবে। এতে অ্যান্ড্রয়েড নির্ভর স্মার্টফোন ব্যবহারের পরিমাণ আরও বাড়বে। নতুন এই প্ল্যাটফর্মে স্মার্টফোন নির্মাতা ও টেলিকম অপারেটরগুলো নিজস্ব অ্যাপ তৈরি করতে পারবে। এই সফটওয়্যারটি হবে স্টক অ্যান্ড্রয়েড সফটওয়্যার যা নিয়মিত হালনাগাদ করবে গুগল।