প্রযুক্তি আকাশ ডেস্ক: এতদিন ফেসবুকের নতুন সফটওয়্যারটি শুধু অ্যান্ড্রয়েট সার্পোট ছিল যা অন্য ফোনে কাজ করতো না। কিন্তু অবসান ঘটিয়ে এবার ফেসবুকে নতুন একসুচনা শুরু হল।অ্যাপেল কোম্পানি আইফোন ফেসবুক অ্যাপ্লিকেশানে নতুন পরিবর্তন এনেছে। যেখানে চ্যাট অপশনকে ভিন্নভাবে সাজানো হয়েছে । এর অ্যাপ্লিকেশান হোমপেজও নতুনভাবে সাজানো হয়েছে।
ফেইসবুক সূত্রে যাজা যায়, এখানে ফেসবুক সংযোগের সময় ও নতুন লোগো দেখাবে । যেভাবে চ্যাট অপশন কাজ করবে: যখন ইউজার অন্য একজনের কাছ থেকে এসএমএস পাবে তখন সেই ইউজারের চ্যাটবঙে তার প্রোফাইল ছবি একটি বৃত্তের মধ্যে দেখা যাবে। ইউজার তার সাথে চ্যাট করা অবস্থায় ইচ্ছা করলে অন্য আরও ট্যাব চালু করে কাজ করতে পারবে । এভাবে সে যতগুলো ইচ্ছা ততগুলো ট্যাব চালু করতে পারবে এবং একই ট্যাবে ইচ্ছা করলে এক এর অধিক চ্যাট করতে পারবে । এই সুবিধা গুলো আইফোনের নতুন ভার্সনে উপভোগ করা যাবে।
Leave a Reply