বিনোদন ডেস্ক: ভারতীয় টিভি সিরিয়ালের এক নামেই যার পরিচয় সেই টিভি সিরিয়াল রানী একতা কাপুরের বিয়ের শানাই বাজতে আর দেরী নেই। খুব শিঘ্রই বিয়ে করছেন এই তরুনী প্রতিভাবান। এমনটাই নিশ্চিত করেছেন তার ভাই বলিউড তারকা তুষার কাপুর।
বিয়ের বিষয়টা অনেকদিন ধরেই গুঞ্জনে ছিল। আর সেই গুঞ্জন, জল্পনা থেকে আলোচনায় পরিণতি পেতেও বেশি দেরি হয়নি। তে বরের নাম জানা যায় নি। তুষারও উল্লেখ করেননি তার নতুন জীজা কে হচ্ছেন।
দেখা যাক এই জনপ্রিয় সিরিয়াল কুইনের গলায় ভালাবাসার মালা নিয়ে কে আসছেন!
Leave a Reply