বুধবার, ১৮ জুন ২০২৫, ০৬:১২

জাতীয় সম্প্রচার নীতিমালার বৈধতা নিয়ে রিট

জাতীয় সম্প্রচার নীতিমালার বৈধতা নিয়ে রিট

নিউজ ডেস্ক: জাতীয় সম্প্রচার নীতিমালার বৈধতা নিয়ে রিট হয়েছে। সদ্য গেজেট হওয়া ওই নীতিমালা কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে রুলও চাওয়া হয়েছে। কাল আবেদনটি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে উপস্থাপন করা হবে বলে ইউনুস আলী আকন্দ জানান। আজ সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করা হয়।

আইনজীবী ইউনুস আলী আকন্দ রিট আবেদনের বিষয়টি জানিয়ে প্রথম আলোকে বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালা সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী। এটি সংবিধানের ১১, ২৬, ৩৯ অনুচ্ছেদের পরিপন্থী। রিট আবেদনে নীতিমালার কার্যক্রম পরিচালনার ওপরও স্থগিতাদেশ চাওয়া হয়েছে। আবেদনে মন্ত্রিপরিষদের তথ্যসচিবসহ তিনজনকে বিবাদী করা হয়েছে।

৪ আগস্ট মন্ত্রিসভায় জাতীয় সম্প্রচার নীতিমালার অনুমোদন দেওয়া হয়। সাংবাদিক, টেলিভিশন মালিক ও মানবাধিকার সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের আপত্তির মুখে তথ্য মন্ত্রণালয় ৭ আগস্ট সম্প্রচার নীতিমালার গেজেট প্রকাশ করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025