শনিবার, ১৪ জুন ২০২৫, ১২:১৯

অ্যামাজনের মালিকানায় টুইচ

অ্যামাজনের মালিকানায় টুইচ

আব্দুল্লাহ জায়েদ: ভিডিও-গেইম স্ট্রিমিং সার্ভিস ‘টুইচ’ (Twitch) কিনে নিয়েছে অ্যামজান ডটকম। অ্যামাজন টুইচ কিনে নিয়েছে ৯৭ কোটি ডলারের বিনিময়ে। শীর্ষ ই-কমার্স সাইটটির ইতিহাসে সবচেয়ে বড় অংকের ক্রয়ের ঘটনা এটি।

‘টুইচ ডটটিভি’ নামে ভিডিও-গেইম স্ট্রিমিং সার্ভিসটির যাত্রা ২০১১ সালে। অনলাইনে গেইমারদের ভিডিও গেইম খেলা দেখতে পারেন টুইচের ব্যবহারকারীরা। জুলাই মাসের সর্বশেষ হিসেব অনুযায়ী প্রতি মাসে সাড়ে ৫ কোটি নতুন ব্যবহারকারী যোগ হচ্ছে টুইচে। টুইচের মালিকানা অ্যামাজনের অধীনে যাওয়ায় বিস্মিত হয়েছেন বাজার বিশ্লেষকদের অনেকেই। গুগলের মালিকানাধীন ইউটিউবও প্রায় একই মূল্যে টুইচ কিনে নেওয়ার জন্য ভিডিও-গেইম স্ট্রিমিং সার্ভিসটির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে, এমন খবর শোনা যাচ্ছিল বছরের শুরুতে।

সনির প্লেস্টেশন ফোর আর মাইক্রোসফটের এক্সবক্স ওয়ান গেইমিং কনসোলে বিল্ট-ইন সার্ভিস হিসেবেই থাকে টুইচের স্ট্রিমিং সার্ভিস। কনসোলগুলো থেকেই গেইম খেলার সময় তার অংশ বিশেষ টুইচে ব্রডকাস্ট করার সুযোগ পান গেইমমাররা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025