শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৩১

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের বৈধতা ঠেকাতে রিপাবলিকানদের তৎপরতা

যুক্তরাষ্ট্রে অভিবাসীদের বৈধতা ঠেকাতে রিপাবলিকানদের তৎপরতা

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: স্থানীয় সময় বুধবার প্রতিনিধি পরিষদে ২১৮-২০৯ ভোটে প্রস্তাবটি পাস হয়। এরপর তা অনুমোদনের জন্য কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হয়েছে। প্রস্তাবটি সিনেটের অনুমোদন পেলে এ সংক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বরাক ওবামার একটি নির্বাহী আদেশের বাস্তবায়ন স্থগিত হয়ে যাবে, যে আদেশবলে বাংলাদেশিসহ বিপুল সংখ্যক অবৈধ অভিবাসী দেশটিতে বৈধতা পাওয়ার স্বপ্ন দেখছিলেন।

রিপাবলিকানদের আনা ওই প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পেলে শৈশবে বাবা-মার সঙ্গে যুক্তরাষ্ট্রে আসার পর অভিবাসন প্রক্রিয়া অনুসরণ করতে পারেননি, বর্তমানে এরকম ১৭ লাখের বেশি তরুণ-তরুণী শুধু কর্মহীনই হবেন না, দেশটি থেকে বের করে দেওয়ার ঝুঁকিতে পড়বেন। সোয়া কোটি অবৈধ অভিবাসীকে বৈধতা দিতে প্রেসিডেন্ট ওবামার আহ্বানে কংগ্রেসের উচ্চকক্ষ গতবছরের জুনে কমপ্রিহেনসিভ ইমিগ্রেশন রিফর্ম বিল পাস করে।

কিন্তু প্রতিনিধি পরিষদে এ সংক্রান্ত কোনো বিল পাস না হওয়ায় সম্প্রতি ওবামা কংগ্রেসকে পাশ কাটিয়ে একটি নির্বাহী আদেশ জারি করেন, যার মাধ্যমে ৫০ লাখ অবৈধ অভিবাসীর বৈধতা পাওয়ার সুযোগ হয়।

ওবামার নির্বাহী আদেশ অনুযায়ী, ১৫ বছর বয়সের আগে অভিভাবকের সঙ্গে যুক্তরাষ্ট্রে আসার পর যারা বৈধতা পাননি, কিন্তু সেখানে তারা শিক্ষাগ্রহণ করেছেন এবং কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নন, এমন তরুণ-তরুণীদের ওয়ার্ক পারমিট দেওয়া হবে।

রিপাবলিকানরা গত বছরের নভেম্বরে দেওয়া ওবামার আরেকটি নির্বাহী আদেশ অকার্যকর করতেও একটি প্রস্তাব পাস করেছে। ওবামার এই আদেশ অনুযায়ী প্রায় ৪৫ লাখ অবৈধ অভিবাসীর বহিষ্কারাদেশ স্থগিত করা হয়েছে। এসব অভিবাসীকে ওয়ার্ক পারমিট দেওয়ার কথা। তাছাড়া ওই পারমিট ব্যবহার করে তারা নিজ দেশ ভ্রমণের সুবিধাও পাবেন।

এ বিষয়ে রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনার বলেছেন, যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রত্যাশার প্রতিফলন ঘটাতেই তারা কাজ করছেন। এছাড়া প্রেসিডেন্ট (ওবামা) যে তার কর্তৃত্বের সীমা অতিক্রম করেছেন এবং কংগ্রেসকে অবজ্ঞা করেছেন, এর মাশুল তাকে দিতেই হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025