আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্টেট ডিপার্মেন্টের নিয়মিত ব্রিফিংয়ে স্থান পেয়েছে বাংলাদেশ প্রসঙ্গ। মঙ্গলবার প্রেসব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত জাস্ট নিউজ সম্পাদক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন পসাকির কাছে প্রশ্ন করেন।
বাংলাদেশ প্রসঙ্গ প্রশ্নোত্তর আকারে এখানে তুলে ধরা হলো :
প্রশ্ন : আমার প্রশ্ন বাংলাদেশ ইস্যুতে। আমি শুনেছি, বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক সংকট সমাধানে কংগ্রেসের ১১ সদস্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে চিঠি লিখেছেন। কিন্তু একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বাংলাদেশ সরকার বিরোধী দলের সঙ্গে কোনো সংলাপে বসার বিষয়টি প্রত্যাখ্যান করছে। এ বিষয়ে আপনার মন্তব্য কি?
আমার দ্বিতীয় প্রশ্নটি হলো- গত মাসে হত্যার শিকার অভিজিতের (ব্লগার ও লেখক) বিচারকে কেন্দ্র করে। পুরো বিষয়টি তদন্তে এফবিআই বাংলাদেশ সফর করেছে। এ বিষয়ে তদন্তের অগ্রগতির বিষয়ে আপনার কিছু জানা আছে কি?
উত্তর : আমার কাছে এ মুহূর্তে কোনো তথ্য নেই। আমি আপনার প্রশ্ন সানন্দে গ্রহণ করছি। আপনি বলছিলেন কর্মকর্তারা পররাষ্ট্রমন্ত্রী কেরিকে চিঠি পাঠিয়েছিলেন।
আমি দেখবো, আমাদের অফিসের সংশ্লিষ্ট কেউ চিঠির ব্যাপারে খোঁজখবর নিতে পারেন কিনা। আমাকে আরেকবার বলবেন কারা চিঠি পাঠিয়েছেন।
প্রশ্ন : দুটি প্রশ্ন। প্রথমটি হচ্ছে- উত্তর : হ্যাঁ, প্রথমেই চিঠির প্রসঙ্গে। চিঠিটি কে পাঠিয়েছেন?
প্রশ্ন : ১১ কংগ্রেসম্যান। উত্তর : ১১ কংগ্রেসম্যান। আমি দুঃখিত।
প্রশ্ন : …পররাষ্ট্রমন্ত্রী কেরিকে তারা লিখেছিলেন ওই চিঠি। উত্তর : ঠিক আছে।
প্রশ্ন : দ্বিতীয় প্রশ্নটি ছিল অভিজিৎ হত্যার বিচারকে কেন্দ্র করে। বাংলাদেশ সফর (তদন্তের স্বার্থে) করেছে এফবিআই… উত্তর : নিশ্চয়ই। আমি আপনার প্রশ্নগুলো সাদরে গ্রহণ করলাম এবং এ দুটি বিষয়েই আমি খোঁজ-খবর নিয়ে আপনাকে জানাবো।