রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৯:৪২

দুর্ঘটনায় এয়ার কানাডার বিমান: আহত ২৩

দুর্ঘটনায় এয়ার কানাডার বিমান: আহত ২৩

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: এয়ার কানাডার একটি জেট বিমান অ্যান্টেনার সঙ্গে ধাক্কা লাগায় সফল অবতরণে ব্যর্থ হয়। গতকাল সকালে হ্যালিফ্যাক্স বিমানবন্দরে ভারি তুষারপাতের মধ্যে বিমানটি অবতরণের সময় এ দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনায় আহত হয়েছেন ২৩ জন। প্রাথমিকভাবে আহতদের হাসপাতালে ভর্তি করা হলেও, পরে একজন বাদে সব যাত্রীকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।

এয়ার কানাডা কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটিতে ৫ ক্রুসহ মোট ১৩৩ জন যাত্রী ছিলেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এক টুইটার-বার্তায় বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, টরেন্টো বিমানবন্দর থেকে এয়ার কানাডার এসি৬২৪ বিমানটি হ্যালিফ্যাক্স বিমানবন্দরের রানওয়েতে অবতরণের ৩৫০ মিটার আগে অ্যান্টেনার সঙ্গে ধাক্কা লাগে। এতে অবতরণের গিয়ারটি ভেঙে যায় এবং সজোরে রানওয়েতে অবতরণের পর বিমানটির অগ্রভাগ (নাক) উড়ে যায় এবং একটি ইঞ্জিন সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

যাত্রীরা বলছেন, বিমানবন্দরের ওপর কিছুক্ষণ ঘুরপাক খাচ্ছিল বিমানটি এবং অবতরণের সময় জোরে ধাক্কা খায়। মধ্যরাতের সামান্য পর এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে। ভারি তুষারপাতের কারণে দৃষ্টিসীমা অনেকটা কমে আসায় বিমানটি সফলভাবে অবতরণে সমস্যায় পড়ে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত কর্মকর্তারা বিমানটির ব্ল্যাক বক্সে সংরক্ষিত তথ্য পর্যালোচনা করছেন।

এদিকে বিমানটি দুর্ঘটনায় পড়ার সময় বিমানবন্দরটিতে সাময়িক বিদ্যুৎ-বিভ্রাট ঘটেছিল। সেটাও দুর্ঘটনার সম্ভাব্য একটি কারণ হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে সে সময় ব্যাক-আপ জেনারেটর চালু ছিল এবং রানওয়েতেও পর্যাপ্ত আলো ছিল বলে জানা গেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025