বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০১:৫৯

যেভাবে বানাবেন ফেসবুকে ইয়ার ইন রিভিউ

যেভাবে বানাবেন ফেসবুকে ইয়ার ইন রিভিউ

প্রযুক্তি আকাশ ডেস্ক: ফেসবুক ইয়ার ইন রিভিউ শেষ হতে যাচ্ছে ২০১৫ সাল। ফেসবুক ব্যবহারকারীরা পুরো বছর জুড়ে ফেসবুকে নানা ঘটনা শেয়ার করেছেন। এবার ফিরে দেখার পালা। ফেসবুক ‘ইয়ার ইন রিভিউ’ ফিচারের মাধ্যমে পুরো বছরটির ঘটনাক্রম ফিরে দেখার সুযোগ করে দিচ্ছে। প্রতিবছরই এ ফিচারটি উন্মুক্ত করে ফেসবুক।

সম্প্রতি এ বছরের জন্যও এ ফিচারটির আপডেট সংস্করণ উন্মুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। তবে এবার যাতে ব্যবহারকারীর কষ্টদায়ক কোনো স্মৃতি উঠে না আসে সে বিষয়টি ঠিক করার সুযোগ রেখেছে ফেসবুক কর্তৃপক্ষ।

গত বছর অর্থাৎ ২০১৪ সালে ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে যে ছবিগুলো সবচেয়ে বেশি লাইক পেয়েছিল, সেগুলো সাজিয়ে একটি ফটো কোলাজ তৈরি করে দিয়েছিল। কোলাজটির ওপরের দিকে ডানদিকের কোনায় থাকা কাস্টোমাইজ বাটন থেকে পছন্দমতো ছবি যুক্ত করা বা ছবি সরিয়ে ফেলার সুযোগও রেখেছিল।

তবে এবারে ইয়ার ইন রিভিউ তৈরি করতে একটি এডিট ও একটি শেয়ার বাটন রেখেছে। মোট ১০টি ছবি দিয়ে ইয়ার ইন রিভিউ তৈরি করা যাবে। এই ১০টি ছবি পছন্দানুযায়ী নির্বাচন করে দেওয়ার সুযোগ পাচ্ছেন ব্যবহারকারী।

গত বছরে ইয়ার ইন রিভিউ ফিচারটিতে কষ্টদায়ক স্মৃতি ফিরিয়ে আনার কারণে সমালোচনার মুখে পড়েছিল ফেসবুক। প্রিয়জনের দূরে সরে যাওয়া, প্রিয় মানুষের মৃত্যুর ঘটনাটি সামনে আনার কারণে অনেকেই ফেসবুকের এই ফিচারটির সমালোচনা করেছিলেন।

তাই এ বছরে ছবি পুরোপুরি কাস্টোমাইজ করার সুবিধা দিচ্ছে ফেসবুক। ফেসবুকের ইয়ার ইন রিভিউ তৈরি করার জন্য যেতে হবে (https://www.facebook.com/yearinreview/) লিংকে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024