বিনোদন ডেস্ক: বলিউডে সালমানের প্রেম নিয়ে আলোচনার শেষ নেই। এই তিনি সম্পর্ক ভাঙছেন তো অন্যদিকে গড়ছেন। ইন্ডিয়া টুডের বরাতে জানা যায় বলিউডের একশ কোটির হিরো সালমান খান আবারও প্রেমে পড়েছেন।
জানা গেছে সালমান তার এই নতুন প্রেমের ব্যাপারে বেশ সিরিয়াস। আর তার এই নতুন বান্ধবীটি একজন রোমান সুন্দরী। নাম তার ইউলিনা ভানতুর। আর সবচেয়ে অবাক যে বিষয়টি সেটা হল ইউলিনা এখন রয়েছেন খোদ সালমানদের বাড়িতে তার বাবা মায়ের সঙ্গে।
ইউলিনা মূলত আমেরিকার নাগরিক। থাকেনও সেখানে। ভারতের কোন কিছুই তিনি জানেন না। আর ভাষা প্রতিবন্ধকতাও তিনি বোঝেন না। তাইতো সব ভাষা সংস্কৃতি বোঝার জন্যই সালমানের পরিবারের সঙ্গে ইউলিনার বসবাস। কারন,বলিউডবাসী জানে সালমান মানুষের জন্য কতটা পরোপকারি । আর সেটা যদি হয় কোন বান্ধবী তাহলেতো কথাই নেই।
সূত্র: ইন্ডিয়া টুডের।
Leave a Reply