বিনোদন ডেস্ক: ফাটা পোস্টার নিকলা হিরো সিনেমায় আইটেম গার্ল হিসেবে দেখা যাবে বলিউডি অভিনেত্রী নার্গিস ফাখরিকে। ক্যারিয়ারের প্রথম আইটেম সংটিতে ভালো কিছু করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
আইটেম সংটির বিষয়ে আর কোনো তথ্য জানা না গেলেও নার্গিসকে সম্পূর্ণ ভিন্ন রূপে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা। রাজকুমার সন্তোষি পরিচালিত সিনেমাটিতে শাহিদ কাপুরের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন ইলিয়ানা ডি. ক্রুজ। সংগীত পরিচালক প্রিতমের কম্পোজিশনে ওই গানটিতে বলিউডি অভিনেতা শাহিদ কাপুরের সঙ্গে তাল মেলাবেন নার্গিস। আইটেম সংটি কোরিওগ্রাফি করবেন বস্কো-সিজার।
Leave a Reply