শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৭

স্কুটার আর বাইক মিলে নতুন মোটরযান

স্কুটার আর বাইক মিলে নতুন মোটরযান

 

 

 

 

 

 

 

 

 

 

 

নিউজ ডেস্ক: স্কুসারসম্প্রতি জার্মানির স্কুসার নামের একটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান স্কুটার আর বাইকের মিশ্রণে নতুন ধরনের গাড়ির নকশা করেছে। মোটা দুই চাকাযুক্ত ‘স্কুসার’ নামের গাড়িটি ব্যাটারিতে চলবে। ডেইলি মেইলের এক খবরে এ তথ্য জানানো হয়।

গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান স্কুসার জানিয়েছে, গাড়িটিতে একবার তিন ঘণ্টা ধরে চার্জ দিলে ২৫ দিন পর্যন্ত। গাড়ি হবে অনেকটাই শহরের রাস্তায় সার্ফিং বোর্ডের মত। এটি ঘণ্টায় দুই থেকে ১৫ মাইল বেগে যেতে পারবে। গাড়িটি বসে বা দাঁড়িয়ে চালানো যাবে। এতে আলাদা হেলমেট পরতে হবে না।

উদ্ভাবকদের মতে, গাড়িটিকে একেবারেই নতুন ধরনের। ২০১৩ সালে গ্রিনটেক আওয়ার্ড পেয়েছে পরিবেশবান্ধব স্কুসার। শিগগিরই গাড়িটি বাজারে আনার কথা ভাবছে স্কুসারের প্রতিষ্ঠান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2024