শুক্রবার, ১৩ জুন ২০২৫, ১১:২২

ঈদের আনন্দ আকাশে-বাতাসে

ঈদের আনন্দ আকাশে-বাতাসে

 

 

 

 

 

 

 

 

 

 

ঈদের আনন্দ সবখানে ছড়িয়ে পড়েছে। শুক্রবার সকাল থেকে রাজধানীতে দেখা যায় নামাজের মাঠ থেকে আনন্দ রাস্তাঘাটেও ছড়িয়ে পড়েছে। ঈদের দিন ঢাকার চিত্র একবারে আলাদা। রাস্তায় যানজট ও গাড়ির ভিড় নেই। মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে কোলাকুলি করছেন। তবে শিশুদের আনন্দ একটু বেশি। কারণ ব্যস্ত আর নানা আশঙ্কার কারণে ঢাকা শহরের অভিভাবকরা তাদের সন্তানদের একা বের হতে দেননা। ঈদের দিনটা একটু আলাদা হওয়ায় রাস্তায় ছোট ছেলে-মেয়েদের ভিড় দেখা গেছে।

রাজধানীর নিকুঞ্জ-১ আবাসিক এলাকার এক ব্যবসায়ীর সন্তান নওয়াল। নার্সারির চার বন্ধুসহ কুড়িল ফ্লাইওভারে বেড়াতে এসেছে। নওয়াল জানায়, ঈদের দিন বন্ধুসহ রাস্তায় বেড়াতে পারছি। আগে স্কুল ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যেতো না। কুড়িল কাজীবাড়ি এলাকা থেকে কুড়িল ফ্লাইওভারে পেরিয়ে এয়ারপোর্ট রোডে বেড়াতে এসেছে তৃতীয় শ্রেণির ছাত্র রাকিব। সঙ্গে বন্ধু শাহিন। তারা জানালো ঈদের দিন ঘুরতে বেশ মজা। আমরা দু’জন দুটো মুখোশ কিনেছি।

তবে ঈদের দিনও কিছু বাস চলতে দেখা গেছে। যাত্রীবাহী এসব বাসে যাত্রী সংখ্যাও কম। বরং রাস্তায় প্রাইভেট ক‍ার ও মোটরসাইকেলের সংখ্যা বেশি। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ। বাংলাদেশে যে কোন ধর্মের মানুষই ধর্মীয় উৎসবকে জাতীয় উৎসব হিসেবে উদযাপন করে থাকেন। এবার ঈদে তাই দেশব্যাপী আনন্দ ভাগাভাগি করে পরস্পর শুভেচ্ছা বিনিময় করছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025