দুনিয়া জুড়ে ডেস্ক: পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তবে নাম উল্লেখ না করে পরোক্ষভাবে তিনি এই হুঁশিয়ারি দিলেন। ভারতের ৬৭তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, আমাদেরও ধৈর্যের সীমা রয়েছে। অভ্যন্তরীণ নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ভারত পেছপা হবে না বলে এ সময় উল্লেখ করেন প্রণব মুখোপাধ্যায়।
রাষ্ট্রপতি এ সময় তার ভাষণে বলেন, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার জন্য ভারত আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও সীমান্তে অস্থিরতা কমছে না। বারবার নিয়ন্ত্রণরেখায় অস্ত্রবিরতি ভাঙা হচ্ছে, ঘটছে প্রাণহানি। তিনি আরও বলেন, শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা আন্তরিক। কিন্তু আমাদেরও ধৈর্যের সীমা রয়েছে। দেশের নিরাপত্তা রক্ষার জন্য সব পদক্ষেপ গ্রহণ করা হবে। এক্ষেত্রে ভারত নিজের সার্বভৌমত্ব রক্ষায় কোন ধরনের ছাড় দেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
Leave a Reply