রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪, ০৯:০০

রাশিয়ার নির্বাচনে হস্তক্ষেপের পাল্টা পদক্ষেপের ঘোষণা দেবে যুক্তরাষ্ট্র

রাশিয়ার নির্বাচনে হস্তক্ষেপের পাল্টা পদক্ষেপের ঘোষণা দেবে যুক্তরাষ্ট্র

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নির্বাচনে রাশিয়ার হ্যাকিংয়ের জবাবে কি পদক্ষেপ নেয়া হয়েছে সে বিষয়ে আজ বৃহস্পতিবার ঘোষণা দেবে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ওবামার প্রশাসন।

তবে প্রেসিডেন্ট ওবামা সুনির্দিষ্ট কি কি পদক্ষেপ নিচ্ছেন সে বিষয়ে জানাতে অস্বীকৃতি জানান উভয় কর্মকর্তাই। যুক্তরাষ্ট্রের দু’জন কর্মকর্তাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তবে এরই মধ্যে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ, আনুষ্ঠানিক অভিযোগ করা, রাশিয়ার কর্মকর্তাদের বা শাসকগোষ্ঠীকে বিব্রত করতে তথ্য ফাঁস করা এবং যুক্তরাষ্ট্রে রাশিয়ার কূটনীতিকদের ওপর বিধিনিষেধ।

তবে এক্ষেত্রে কিছু পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকার কথা বলা হয়। বলা হয় রাশিয়ার নির্বাচন হ্যাকিং করা হবে না। এমন ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নেয়া হবে না, যাতে সাইবার যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই, সিআইএ, অফিস অব ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স একমত হয়েছে যে, ৮ই নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি, এর সাংগঠনিক কাঠামো ও অপারেটিভদের একাউন্ট হ্যাক করেছিল রাশিয়া।

এর মাধ্যমে নির্বাচনে রাশিয়া রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে বিজয়ী হতে সহায়তা করেছিল। ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত হতে সহায়তা করেছিল। রাশিয়া বার বারই এ অভিযোগ অস্বীকার করেছে।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সম্প্রদায়ের এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ট্রাম্পও। এ মাসের শুরুর দিকে এক সাক্ষাতকারে প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার ঘোষণা দেন।

তিনি বলেন, আমাদের উচিত রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া। আমরা তা নেবো। তবে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত হবে না বলে মনে করেন ট্রাম্প।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024