বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৫:০৭

ওবামার বিদায়ী ভাষণের সময় কোথায় ছিল মেয়ে সাশা

ওবামার বিদায়ী ভাষণের সময় কোথায় ছিল মেয়ে সাশা

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: শিকাগোর ম্যাককরমিক প্যালেসে প্রেসিডেন্ট হিসেবে বিদায়ী ভাষণ দেয়ার সময় কোথায় ছিল বারাক ওবামার ছোট মেয়ে সাশা মঙ্গলবার ওই ভাষণ দেয়ার সময় ফার্স্টলেডি মিশেল ওবামার পাশে বসা ছিল বড় মেয়ে মালিয়া।

পিতার আবেগঘন বক্তব্যের সময় তাকে কাঁদতে দেখা গেছে। কিন্তু ক্যামেরা বা দর্শকরা এর ফাঁকে যাকে খুঁজছিল সে হলো সাশা। সে ওই বিদায় ভাষণের সময় অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিল না।

তাহলে কোথায় ছিল সাশা! এ বিষয়ে কোনো ব্যাখ্যাও দেয়া হয় নি। তাকে অনুষ্ঠানে উপস্থিত না দেখতে পেয়ে টুইটার ব্যবহারকারীরা এক প্রচারণা শুরু করলেন। তারা হ্যাসট্যাগ ব্যবহার করলেন #যিবৎবরংংধংযধ । এরপর নানা কথা শোনা গেল।

কেউ বললেন, সন্ত্রাস বিরোধী এক অভিজাত মিশনে রয়েছে সাশা। আবার কেউ বললেন, প্রেসিডেন্ট নির্বাচিত ডনাল্ড ট্রাম্পের আয়কর রিটার্ন পাওয়ার চেষ্টা করছে সে। পরে প্রশাসনিক এক সিনিয়র কর্মকর্তা বললেন, ওইদিন সকালে একটি পরীক্ষা ছিল।

এ জন্য সাশা তার পিতার বিদায়ী ভাষণের সময় উপস্থিত থাকতে পারে নি।

উল্লেখ্য, ওয়াশিংটনে অভিজাত বেসরকারি স্কুল সিদওয়েল ফ্রেন্ডস স্কুলে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করে সাশা। স্ত্রী মিশেল ওবামা, দু’মেয়ের প্রতি প্রেসিডেন্ট বারাক ওবামার যে অকৃত্রিম ভালবাসা রয়েছে তা আরও একবার তিনি প্রমাণ করে দিয়েছেন ওইদিনের বক্তব্যের সময়। তিনি এদিন মিশেল ওবামার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দু’কন্যার পিতা হতে পারার জন্য গর্ব প্রকাশ করেন।

তিনি বলেন, আমার জীবনে যত যা করেছি তার মধ্যে সবচেয়ে বড় অর্জন হলো আমি তোমাদের গর্বিত পিতা হতে পেরেছি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024