শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০১

যুক্তরাষ্ট্রে তারেকের বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে হট্টগোল

যুক্তরাষ্ট্রে তারেকের বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে হট্টগোল

 

 

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শন নিয়ে লেখা বইয়ের যুক্তরাষ্ট্র সংস্করণের প্রকাশনা অনুষ্ঠানে দর্শক সারিতে বসা নিয়ে হট্টগোল ও ধ্বস্তাধ্বস্তির ঘটনা ঘটেছে।

দ্যা পলিটিক্যাল থট অব তারেক রহমান: এমপাওয়ারম্যান্ট অব দ্যা গ্রাসরুটস পিপল’ বইয়ের এ প্রকাশনা অনুষ্ঠানে  যুক্তরাষ্ট্র বিএনপির বিভিন্ন পক্ষের নেতাকর্মীরা অংশ নেন। তবে অতিথি ছাড়া কারো মঞ্চে বসার সুযোগ না থাকায় দর্শকদের জন্য সংরক্ষিত আসনের প্রথম সারিতে বসা নিয়ে  তীব্র প্রতিযোগিতা দেখা যায় নেতাকর্মীদের মাঝে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নিউ  ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ভবনের ফ্র্যাঙ্ক আর্টশুল মিলনায়তনে  এ অনুষ্ঠান হয়। তবে শেষ পর্যন্ত বড় ধরনের কোনো গণ্ডগোল ছাড়াই শেষ হয় অনুষ্ঠান। এক পর্যায়ে যুক্তরাষ্ট্র বিএনপির এক পক্ষের নেতা শরাফত হোসেন বাবুর সঙ্গে কয়েকজনের তুমুল বাক-বিতণ্ডা এবং ধ্বস্তাধ্বস্তি হয়। তারেকের আত্মীয় হিসেবে পরিচিত বাবু অনুষ্ঠান আয়োজনের সার্বিক দায়িত্ব না পেয়ে ক্ষুব্ধ ছিলেন বলে উপস্থিত একাধিক নেতাকর্মী অভিযোগ করেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ডেপুটি প্রেস সেক্রেটারি আশিক ইসলাম অনুষ্ঠান আয়োজনে মূল ভূমিকা রাখেন বলে জানা যায়।

তারেককে বর্তমান ও ভবিষ্যতের নেতা অভিহিত করে মেয়র ফেলিক্স বলেন, তাকে আমার সিটিতে আপ্যায়ন করতে পারলে খুব খুশি হব। খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ‘রাজনৈতিক ভাবনা’ নিয়ে ১৭ জন লেখকের এই নিবন্ধ সঙ্কলনটি যুক্তরাজ্যে প্রকাশিত হয় গত ২৬ জুন। তাকে নিয়ে লেখা এ বইয়ের ১৭ জন লেখকের মধ্যে দুজন বিদেশি। এরা হলেন- ব্রিটিশ কলাম লেখক ডেভিড নিকলসন ও ফ্রিল্যান্স সাংবাদিক জেমস স্মিথ। লেখকদের মধ্যে বিএনপি জ্যেষ্ঠ নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার, বিএনপিপন্থী সাংবাদিক নেতা শওকত মাহমুদ, অধ্যাপক মুনিরুজ্জামান মিয়াও রয়েছেন।

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তারেক রহমানকে ‘উদীয়মান তারকা’ হিসেবে অভিহিত করেন আলোচকদের অনেকেই। নিউ ইয়র্ক স্টেটের সিনেটর হোযে প্যারাল্টা, নিউজার্সির ওয়েস্ট নিউ ইয়র্ক সিটির মেয়র ফেলিক্স রোকস, নিউজার্সির নর্থফিল্ড সিটি মেয়র ভিনসেন্ট ম্যাজিও, নিউ ইয়র্ক সিটির আসন্ন নির্বাচনে পাবলিক অ্যাডভোকেট পদের সম্ভাব্য প্রার্থী রেশমা স্যুজানি,  কলম্বিয়া ইউনিভার্সিটির স্কুল অব সোশ্যাল ওয়ার্কের অধ্যাপক মাইকেল ক্যাচ, কলম্বিয়া ইউনিভার্সিটির রিসার্চ ফেলো ফ্র্যাঙ্ক নাইগ্রো, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যাসোসিয়েট এ কে এম খায়রুল আলোচনায় অংশ নেন।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2024