শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎভাই কিম জং ন্যামের হত্যার ঘটনায় আটক উত্তর কোরীয় সন্দেহভাজনকে ছেড়ে দিয়েছে মালয়েশিয়ান পুলিশ।
দেশটির কর্মকর্তারা জানান, আটক উ. কোরীয় সন্দেহভাজন রি জং চল এর বিরুদ্ধে তেমন কোন প্রমাণ পাওয়া যায়নি। তবে তাকে অভিবাসন অপরাধের কারণে মালয়েশিয়া থেকে বিতাড়িত করা হয়েছে।
কুয়ালালামপুর বিমানবন্দরে কিম জং ন্যাম নিহত হওয়ার পর থেকে প্রায় দুই সপ্তাহ ধরে পুলিশ হেফাজতে বন্দি রয়েছেন তিনি। এছাড়া ন্যাম হত্যার প্রায় তিন সপ্তাহ পর মালয়েশিয়ার সরকার এই হত্যাকাণ্ডে মারাত্মক রাসায়নিক ভিএক্স নার্ভ এজেন্ট ব্যবহারের নিন্দা জানিয়েছে।
মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এটা অতিশয় উদ্বিগ্নের বিষয়- এর ব্যবহার আরো অনেক মানুষের জীবন বিপন্নের কারণ হতে পারতো।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে দুই নারী ন্যামের মুখমণ্ডলে উচ্চ মাত্রার বিষাক্ত রাসায়নিক ভিএস নার্ভ ছড়িয়ে দেয়। এর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই ন্যাম মৃত্যুবরণ করেন।