বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১২:২৮

যুক্তরাষ্ট্রে ক্ষতিপূরণ পেলেন হিজাব খুলতে বাধ্য হওয়া নারী

যুক্তরাষ্ট্রে ক্ষতিপূরণ পেলেন হিজাব খুলতে বাধ্য হওয়া নারী

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পুলিশ এক মুসলিম নারীকে ৮৫ হাজার ডলার ক্ষতিপূরণ দিয়েছে। ওই মুসলিম নারীকে হিজাব খুলতে বাধ্য করা হয়েছিল। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে

০১৫ সালে কার্স্টি পাওয়েলে নামের মুসলিম নারীকে গ্রেফতার করেছিল পুলিশ। কাস্টডিতে থাকার সময় পুলিশ জোর তার হিজাব খুলে নেয়। হিজাব খুলার কারণে পাওয়েল নারী পুলিশ চাইলেও তার অনুরোধ প্রত্যাখ্যান করা হয়।

এ ঘটনার পর পাওয়েল লং বিচ সিটি কাউন্সিলের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। এ প্রেক্ষিতে সিটি কাউন্সিল ধর্মীয় মাথার পোশাক বিষয়ে নিজেদের আইন সংশোধন করেছে। এখন নারীদের হিজাব খুলতে নারী পুলিশ বাধ্যতামূলক এবং তা পুরুষ বন্দিদের কাছ থেকে আলাদা অবস্থায় খুলতে হবে। যদি পুলিশ কর্মকর্তাদের নিরাপত্তার জন্য প্রয়োজন হয় তবেই এটি করা যাবে।

মামলাটি প্রত্যাহারের জন্য সিটি কাউন্সিল ক্ষতিপূরণের প্রস্তাব দেয়। তাদের প্রস্তাব মেনে নিয়েছে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (সিএআইআর)। পাওয়েলের হয়ে মামলাটি দায়ের করেছিল এই ইসলামিক সংস্থাটি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025