এক মুঠো সপ্নের মোহে
………… মোঃ হাবিবুর রহমান হাবিব
নিতুই সপ্ন দেখি নাল নীল বেগুনী
সপ্ন গুলো ধরতে পারিনা দু’ চোখের নীল খামে
কখনো কখনো মনে হয় সুখের সপ্ন গুলো মুঠো করে রাখি আগামির জন্য
এক মুঠো সপ্নের প্রতাশায় বার বার ফিরে যাই
সপ্নের প্রান্ত সিমায়
আমারে ডেকে চলে সপ্নের এক ঝাক প্রজাপতি
আর আমি এক পশলা ব্রিস্টির মোহে
ফটিক জল ফটিক জল বলে
অনাগত সপ্নকে ডেকে চলি…………………।।