শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: হ্যারিকেন ইরমা’র তাণ্ডবের রেশ কাটিয়ে উঠতে না উঠতেই এবার যুক্তরাষ্ট্রে আঘাত হানছে যাচ্ছে হ্যারিকেন জোস। এনিয়ে উপকূলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। খবর নিউইয়র্ক টাইমস।
ইউএস ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানায়, আগামীকাল সোমবার উত্তর ক্যারোলিনা উপকূল হয়ে পশ্চিম উপকূল অতিক্রম করবে যা ক্রান্তীয় ঝড় মারিয়া নাম নিয়ে আঘাত হানার পর আগামী সপ্তাহে আরও শক্তিশালী হয়ে হ্যারিকেন জোস এ পরিণত হবে।
ঘূর্ণিঝড়ের ক্যাটাগরিতে ১ নম্বরে রয়েছে এটি। ঘণ্টায় বাতাস বইছে ৮০ মাইল বেগে। এর আগে ২৪ ঘণ্টা ধরে এর গতিবেগ ছিল ৫০ মাইল প্রতি ঘণ্টা। মারিয়া মূলত ক্যারিবিয়ান দ্বীপগুলোতে আঘাত হানতে পারে বলে জানিয়েছে হ্যারিকেন সেন্টার।
ক্যারিবিয়ান বারবুদা দ্বীপেও ‘মারিয়া’র আঘাত হানার কথা রয়েছে। কয়েকদিন আগের ইরমার আঘাতে এ দ্বীপটি বসবাসের অযোগ্য হয়ে পড়ে। একই অবস্থা সেন্টমার্টিন দ্বীপেরও। টার্কস ও কাইকস দ্বীপের বাসিন্দারা ইরমার প্রভাবে সর্বস্ব হারিয়েছে।
এর আগে ইরমার আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় ফ্লোরিডার উপকূলীয় এলাকা। বিদ্যুৎহীন হয়ে পড়ে প্রায় ৪০ লাখের বেশি ঘরবাড়ি। অন্যদিকে ইরমার আঘাতে ক্যারিবিয়ান ও আমেরিকান দ্বীপ মিলিয়ে প্রায় ৭০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।