সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১১:৪১

প্রধানমন্ত্রীর উপর হামলার খবর ভিত্তিহীন

প্রধানমন্ত্রীর উপর হামলার খবর ভিত্তিহীন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর উপর হামলার খবর সম্পূর্ণভাবে ভিত্তিহীন বলে জানিয়েছে তার দপ্তর। আজ রোববার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩শে সেপ্টেম্বর একটি বিদেশী টিভি চ্যানেল ও একটি আন্তর্জাতিক অনলাইন পত্রিকার সূত্র ব্যবহার করে বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যম প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর ২৪শে আগস্ট প্রাণনাশী হামলার ব্যর্থ প্রচেষ্টার খবর প্রকাশ করে।

প্রধানমন্ত্রীর উপর তথাকথিত ব্যর্থ হামলার সঙ্গে একটি বিশেষ বাহিনীর কতিপয় সদস্যকে সংশ্লিষ্ট করে বাংলাদেশের কয়েকটি টিভি চ্যানেলে খবর প্রচারসহ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রধানমন্ত্রীর উপর হামলার খবরটি সম্পূর্ণভাবে ভিত্তিহীন, বিভ্রান্তিমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত। দেশের নিরাপত্তার সার্বিক স্বার্থ পরিপন্থী এরূপ বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা যেকোন দায়িত্বশীল ব্যাক্তি ও সচেতন গণমাধ্যম এর পক্ষ থেকে মোটেও কাম্য নয়।

বিজ্ঞপ্তিতে এরূপ ভিত্তিহীন এবং বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের পূর্বে সংশ্লিষ্ট সকলকে সর্তকতা অবলম্বন এবং বিচার বিবেচনা প্রসূত মিড়িয়া কার্যক্রম পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025