শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র সরকারে চলমান অচলাবস্থার জের ধরে পরিকল্পিত এশিয়া সফর বাতিল করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। এর আগে মালয়েশিয়া ও ফিলিপাইন সফর স্থগিত করলেও ইন্দোনেশিয়া ও ব্রুনাইয়ে দুটি সম্মেলনে ওবামার যোগ দেওয়ার কথা জানানো হয়েছিল হোয়াইট হাউজ থেকে। ওবামার স্থলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি অ্যাপক ও ব্রুনেইয়ের পূর্ব এশিয়া সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন বলে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে।
সরকারি সেবা খাতের কার্যক্রম বন্ধ (শাটডাউন) হয়ে যাওয়ায় অবশেষে এশিয়া সফরই বাদ দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এই সফর বাতিলের ফলে ইন্দোনেশিয়ায় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতার (অ্যাপেক) সম্মেলনসহ দুটি সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যোগ দিতে পারবেন না বলে বিবিসি জানিয়েছে। সফর বাতিলের জন্য শুক্রবার সকালে ওবামা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামব্যাঙ ইয়োধনোকে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন বলে ইয়োধনোর বৈদেশিক সম্পর্ক বিষয়ক মুখপাত্র তেউকু ফাইজাসিয়া জানিয়েছেন। এই সফরের নতুন সূচী তৈরি করা হয়নি বলে জানিয়েছেন ফাইজাসিয়া।
বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, অচলাবস্থার মুখে বিদেশ ভ্রমণে যাওয়া কঠিন হয়ে পড়েছে। পরবর্তী অর্থ বছরের বাজেটের বিষয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেসের ডেমক্রেট নিয়ন্ত্রণাধীন উচ্চ ও রিপাবলিকান নিয়ন্ত্রণাধীন নিম্নকক্ষের সমঝোতা না হওয়ার কারণে যুক্তরাষ্ট্র সরকার আংশিক অচলাবস্থায় পড়েছে। এতে খুব দরকারী নয় এমন সরকারি কার্যক্রমগুলো বন্ধ করে দিতে সরকার বাধ্য হয়েছে।
শনিবার থেকে এশিয়ার চারটি দেশ- ইন্দোনেশিয়া, ব্রুনেই, মালয়েশিয়া ও ফিলিপাইনের এশিয়ার চার দেশ সফরের উদ্দেশ্যে শনিবার যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ছিল ওবামার। বালি ও ব্রুনাইয়ে দুটি সম্মেলনে যোগ দেওয়ার পর মালয়েশিয়া ও ফিলিপাইন সফর করার কথা ছিল। সফরের উদ্দেশ্যে শনিবার দেশ ছাড়ার কথা ছিল ওবামার। প্রেসিডেন্টের এসব সফর বাতিলের জন্য সরকারকে অচল করে দেয়া রিপাবলিকানদের পদক্ষেপকে দায়ী করেছে হোয়াইট হাউস। এশিয়া সফর বাতিলকে রিপাবলিকানদের কারণে সৃষ্ট শাটডাউনের আরেক প্রভাব হিসেবে উল্লেখ করেছে হোয়াইট হাউজ।