রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:২৫

মৃত্যুর পরও শীর্ষ ধনী মাইকেল জ্যাকসন

মৃত্যুর পরও শীর্ষ ধনী মাইকেল জ্যাকসন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মৃত্যুর চার বছর হয়ে গেলেও এখনও সবচেয়ে বেশি আয় করা তারকাদের কাতারে শীর্ষেই রয়েছে মাইকেল জ্যাকসনের নাম। ফোর্বসের সাম্প্রতিক তালিকায় শীর্ষ ধনী সেলিব্রেটির স্থানটি দখল করেছেন প্রয়াত ওই কিংবদন্তি পপতারকা ।

ফোর্বস জানায়, ২০১২-এর অক্টোবর মাস থেকে ২০১৩-এর অক্টোবর মাস পর্যন্ত জ্যাকসনের আয় ছিল ১৬ কোটি মার্কিন ডলার। ফোর্বস জানায়, গেল পাঁচ বছরে তৃতীয়বার এমনটি হয়েছে যে সবচাইতে বেশি উপার্জনকারী সেলিব্রেটিদের মধ্যে শীর্ষে রয়েছেন প্রয়াত একজন সেলিব্রেটি। জ্যাকসনের পরেই তালিকায় রয়েছেন পপতারকা ম্যাডোনা। গত ১২ মাসে তার আয় ছিল সাড়ে ১২ কোটি মার্কিন ডলার।

২০০৯ সালে ৫০ বছর বয়সে মৃত্যুবরণ করেন মাইকেল জ্যাকসন। তবে মৃত্যুর চার বছর হয়ে গেলেও  কিং অফ পপ এখনও রয়েছেন সবচেয়ে ধনী সেলিব্রেটিদের তালিকার শীর্ষে। তালিকায় প্রয়াতদের মধ্যে আরও আছেন ব্রিটিশ অভিনেত্রী এলিজাবেথ টেইলর, এলভিস প্রিসলি এবং বব মারলের মতো তারকারা।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025