লুৎফুর রহমানের জয়
শিহাবুজ্জামান কামাল
***
স্থানিয় মেয়র নির্বাচনটা
হলো জানি শেষ
সবার মাঝে কৌতূহলটা
এবার ছিল বেশ।
চলে ছিল ধুমধাড়াক্কা
প্রচার অভিযান
ভোটের জন্য প্রার্থীরা সব
ছিলেন পেরেশান।
কে হবেন যে নতুন মেয়র
সবাই প্রতিক্ষায়
অবশেষে মিডিয়া জুড়ে
খবর প্রকাশ পায়।
অনেক বাধা পার হয়ে
কাটলো শঙ্কা ভয়
জনগণের ভোটের রায়ে
লুৎফুরের হয় জয়।
বীরের বেশে লুৎফুর রহমান
আসলেন সবার মাঝে
সব খানে তাই আজকে যেন
খুশির সানাই বাজে।
পথ চলা হোক শুভ তোমার
সবার প্রত্যাশা
তোমায় জানাই অভিনন্দন
প্রীতি শুভেচ্ছা।
Leave a Reply