শিহাবুজ্জামান কামাল
***
চারিদিকে সুর ওঠেছে
শুধু এস্পায়ার
সবার ভোটে দলটা জানি
এবার হলো পার।
মেয়র পদটা ছিনিয়ে নিলেন
লুৎফুর রহমান
সত্যের একদিন জয় হয় যে
এটা তার প্রমাণ।
সাথে আছে এস্পায়ারের
শক্তিশালী দল
জনসেবায় ব্রত হয়ে
বাড়বে সাহস বল।
অনেক বাধা পার হয়ে
কেটে গেল ভয়
অবশেষে এস্পায়ারের
হল যে বিজয়।
নির্বাচনী বৈতরণী
যারা হলেন পার
দায়িত্ব পালন করতে হবে
সকল জনতার।
পথ চলা হোক শুভ তাঁদের
সবার প্রত্যাশা
বিজয়ীদের জানাই মোরা
প্রীতি শুভেচ্ছা।
Leave a Reply