রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৩:২৬

নিজেকে সুন্দরী মনে করেন না ক্যাটরিনা

নিজেকে সুন্দরী মনে করেন না ক্যাটরিনা

শী বিনোদন ডেস্ক:: নিজেকে সুন্দরী মনে করেন না বলিউডি অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। মিডডে পত্রিকাকে তিনি বলেন, আয়নায় নিজেকে দেখলে কখনও সুন্দরী মনে হয় না আমাকে।

ক্যাটরিনা আরও জানান, স¤প্রতি তিনি লেবাননের বৈরুতে গিয়েছিলেন নতুন সিনেমার কাজে। শুটিংয়ের ফাঁকে কিছু কেনাকাটা করার জন্য মার্কেটে যান ক্যাটরিনা। এক পর্যায়ে তার চোখে পড়ে খুবই সুন্দরী এক লেবানিজ নারী। সেই নারীর অপরূপ সৌন্দর্যের সামনে কোনো প্রকার সাজগোজ ছাড়া ক্যাটরিনা লজ্জায় ওড়না দিয়ে নিজের মুখ ঢেকে ফেলেন। তিনি কৌতুক করে বলেন, আমি আশা করি লেবাননের কোনো নারী কখনও বলিউডে যেন না আসেন।

ক্যাটরিনা আরও জানান, তার নামের সংক্ষিপ্ত সংস্করণ ক্যাট শব্দটি একদম পছন্দ নয় তার। তিনি বলেন, সত্যি বলতে কি, আমাকে যখন কেউ ক্যাট বলে আমার একদম ভালো লাগে না। আমি জানি না এই নামটি কে বানিয়েছে। চলতি বছরের শেষে মুক্তির অপেক্ষায় আছে ক্যাটরিনা অভিনীত সিনেমা ধুম থ্রি। ক্যাটরিনার হাতে আছে আরও চারটি সিনেমা, প্রতিটিই মুক্তি পাবে ২০১৪ সালে। ক্যাটরিনার মুক্তিপ্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ব্যাং ব্যাং। এই সিনেমায় তাকে দেখা যাবে অভিনেতা হৃত্বিক রোশানের সঙ্গে। আরও রয়েছে রণবীর কাপুরের বিপরীতে জাগগা জাসুস, সাইফ আলি খানের বিপরীতে ক্রাইম ড্রামা ধাঁচের ফ্যান্টম এবং ফিতুর।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
All rights reserved © shirshobindu.com 2012-2025