সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১০:৫৬

পুরো দেশ ঘুরে এবার বাইসাইকেলে চড়ে হজে যাওয়ার স্বপ্ন

পুরো দেশ ঘুরে এবার বাইসাইকেলে চড়ে হজে যাওয়ার স্বপ্ন

শীর্ষবিন্দু নিউজ: বয়স কোনো বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি ভ্রমণ পিপাসু জাফর ফরাজীর কাছে। ৬১ বছর বয়সে তিনি বাইসাইকেল নিয়ে হজে যাওয়ার উদ্দেশে বের হয়েছেন। ভারত, পাকিস্তান, চীন, আফগানিস্তান, ইরাক, ইরান ভ্রমণ করে যাবেন সৌদিআরব। সেখানে পৌঁ‍ছে তিনি পবিত্র হজ পালন করবেন। এমনই ইচ্ছা জাফর ফরাজীর। এরই মধ্যে বাংলাদেশের ৩১ জেলা ভ্রমণ শেষে এখন পঞ্চগড়ে তিনি। গত শুক্রবার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

জাফর ফরাজী জানান, এরই মধ্যে তিনি বাংলাদেশের ৬৪ জেলা দু’বার ভ্রমণ করেছেন। ২০১২ সালের ১৫ ফ্রেব্রুয়ারি নিজ জেলা মাদারীপুর থেকে প্রথম ভ্রমণ শুরু করেন তিনি। সাড়ে ছয় মাসে তিনি বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ করেছেন। এরপর তিনি আন্তর্জাতিক পাসপোর্ট করেন। বাংলাদেশ ভ্রমণ শেষে তিনি বাইসাইকেলে করে ভারত, পাকিস্তান, চীন, আফগানিস্তান, ইরাক, ইরান হয়ে সৌদিআরব যাওয়ার স্বপ্ন দেখছেন।

জাফর ফরাজী পেশায় একজন দর্জি। স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে তার। পুরনো একটি বাইসাইকেলে প্রয়োজনীয় মালপত্র ও দু’টি সাইনবোর্ড লাগিয়ে ভ্রমণ করছেন তিনি। পাতলা সোয়েটার আর পুরনো প্যান্ট পরে সাইকেল চালাচ্ছেন এই বৃদ্ধ। বিশ্ব ভ্রমণে সফল হওয়ার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025