শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৯:২৮

শপথের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে জয়নুল আবদিনের রিট

শপথের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে জয়নুল আবদিনের রিট

শীর্ষবিন্দু নিউজ: দশম জাতীয় সংসদ নির্বাচনের গেজেট এবং এর ফলে মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন নবম জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। রিটে সংবিধানের ৭ এবং ১১ অনুচ্ছেদ অনুযায়ী জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে নতুন করে দশম জাতীয় সংসদ নির্বাচনের নির্দেশনা দেওয়া হয়েছে। আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করা হয়।

রিট দায়েরকারী কৌঁসুলি নাসিরউদ্দিন আহমেদ বলেন, আবেদনটি শুনানির জন্য আদালতে উপস্থাপন করা হবে। রিট আবেদনে দশম জাতীয় সংসদ নির্বাচনের গেজেট এবং এর ফলে শপথ কেন বেআইনি ঘোষণা করা হবে না—এ মর্মে রুল জারি করা হয়েছে। রুল শুনানি না হওয়া পর্যন্ত দশম সংসদের অধিবেশন না বসতে এবং সাংসদদের বেতনভাতাসহ পারিপার্শ্বিক প্রদান না করার আর্জি জানানো হয়েছে।

রিট আবেদনে বলা হয়, সংবিধানের ৬৫ অনুচ্ছেদ অনুসারে সংসদের মেয়াদ পাঁচ বছর। এর মেয়াদ শেষ হবে ২৪ জানুয়ারি। সংবিধানের ১২৩-এর ৩ অনুচ্ছেদ অনুসারে পূর্ববর্তী সংসদ শেষ না হওয়া পর্যন্ত নতুন সাংসদেরা কার্যভার গ্রহণ করতে পারবেন না। পরে নির্বাচন কমিশন যে গেজেট প্রকাশ করেছে তা অসত্ উদ্দেশ্যপ্রণোদিত। রিট আবেদনে আইনসচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, নির্বাচন কমিশনের সচিবকে বিবাদী করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025