মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:১৪

নাক দিয়ে ২০ মিনিটেই গাড়ির টায়ার ফোলান ইয়ংবিং…

নাক দিয়ে ২০ মিনিটেই গাড়ির টায়ার ফোলান ইয়ংবিং…

নিউজ ডেস্ক: চীনের ৬১ বছর বয়সী নিয়ে ইয়ংবিং নামের এক ব্যক্তিকে তার চিকিৎসক বেলুন ফোলানোর পরামর্শ দিয়েছিলেন ফোড়ার সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য। চিকিৎসকের এমন অদ্ভুত ব্যবস্থাপত্রে মোটেই চমকে যাননি নিয়ে নামের ওই ব্যক্তি। বরং, তিনি এখন এতোটাই দক্ষ যে মাত্র ২০ মিনিটেই নাক দিয়ে গাড়ির টায়ার পর্যন্ত ফোলাতে পারেন।

ইয়ংবিং জানান, টায়ারের টিউবের ওপর মানুষ দাঁড়িয়ে থাকা অবস্থাতেও তিনি নাকের সাহায্যে তা ফোলাতে পারেন। একটি নয়, বেশ কয়েকটি টায়ারের টিউব তিনি একই সঙ্গে ফোলাতে পারেন। তাও আবার বেশ কয়েকজন মানুষ দাঁড়িয়ে থাকা অবস্থায়। চিকিৎসকরা তাকে বলেছেন, তার ফুসফুস অবিশ্বাস্যভাবেই সবল এবং এর ক্ষমতাও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি।

তিনি জানান, ৮ বছর আগে তার চিকিৎসক বলেছিলেন নাক দিয়ে বেলুন ফোলানোর মাধ্যমে তার শরীরের বন্ধ হয়ে যাওয়া রন্ধ্রসমূহ খোলার চর্চা করতে হবে। ইয়ংবিং জোর দিয়েই বললেন, চিকিৎসকের সেই ব্যবস্থাপত্রেই তার কাজ হয়। তিনি বেলুন ফোলাতে ফোলাতে এবার নাক দিয়েই টায়ারের ভেতরের শক্ত টিউব ও বিছানার ম্যাট্রেস ফোলাতে শুরু করলেন। এতে তিনি স্বস্তি পেতেন ও একই সঙ্গে তার শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক হয়ে আসতে শুরু করলো।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025