রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৩৮

রাহুলের অনুকরণ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বসুন্ধরা রাজে রাজস্থানের মুখ্যমন্ত্রী। ইদানীং তাকে নিয়ে মিডিয়ায় বিস্তর লেখালেখি। এই তিনি গ্রামের সাধারণ মানুষের সঙ্গে মিশছেন তো, এই মিশছেন সাধারণ রেলে। সেখানে খাবার ভাগাভাগি করে খাচ্ছেন যাত্রীদের সঙ্গে। তাই বলাবলি হচ্ছে, তিনি অনুসরণ করছেন কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে। সোমবার তিনি সোয়াই মাধোপুর থেকে বায়ানা যাওয়ার জন্য আরোহণ করেন গোল্ডেন টেম্বল মেইলে। না, কোন বিলাসবহুল কক্ষ বা আসন বেছে নেন নি।

তিনি চড়লেন একটি সাধারণ নন-এসি কম্পার্টমেন্টে। কিন্তু রাজপরিবারের সদস্য বসুন্ধরাকে এদিন দেখা গেল ভিন্ন আমেজে। তিনি রেলের ওই কক্ষে চড়ে তাদের সঙ্গে ভাব বিনিময় করলেন। তাদের সুখ-দুঃখের কথা শুনলেন। সঙ্গের খাবার শেয়ার করেন সবার সঙ্গে। এর আগে গত নভেম্বরে তিনি গুরজার হাউজে ধোলপুরের ছাত্রছাত্রীদের সঙ্গে ভাগাভাগি করেন মধ্যাহ্নের খাবার। ২৬শে জানুয়ারি তিনি একটি চায়ের দোকানে থামেন। সাধারণ মানুষের সঙ্গে পান করেন চা। এ রাজ্যের সরকার বিজেপি নেতৃত্বাধীন। সরকারের পরিকল্পনায় সেখানে ভরতপুর ডিভিশনে চলেছে সরকারি সফর। এ সফরের নাম দেয়া হয়েছে ‘আপনার দ্বোরগোড়ায় সরকার’। এ কর্মসূচির অধীনে জনগণের দুর্দশা শুনতে শীর্ষ নেতারা ছুটছেন এ প্রান্ত থেকে ও প্রান্ত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025