শীর্ষবিন্দু নিউজ: বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য্যর প্রশংসা করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রকৃতির প্রভাবে সামরিক স্বৈরশাসকও কবি হয়ে যান। ঢাকায় বৃহস্পতিবার সার্ক সাহিত্য উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার এক পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য়ের দেশ এই বাংলাদেশ। এখানে কেউ কবি না হলেও কবি হয়ে যায়। লেখক না হলেও লেখক হয়ে যায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের দেশে কোন ছাত্রছাত্রী নাই, যারা তার ছাত্র জীবনে এক লাইন হলেও কবিতা না লিখেছে। কবিতার প্রভাব এত বেশি, কোন এক মিলিটারি ডিক্টেটরও কবি হয়ে যান। তিনিও কবিতা লিখে ফেলেন।