শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৯:২১

এরশাদকে কটাক্ষ করে হাসিনার মন্তব্য

এরশাদকে কটাক্ষ করে হাসিনার মন্তব্য

শীর্ষবিন্দু নিউজ: বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য্যর প্রশংসা করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রকৃতির প্রভাবে সামরিক স্বৈরশাসকও কবি হয়ে যান। ঢাকায় বৃহস্পতিবার সার্ক সাহিত্য উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা  দেয়ার এক পর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য়ের দেশ এই বাংলাদেশ। এখানে কেউ কবি না হলেও কবি হয়ে যায়। লেখক না হলেও লেখক হয়ে যায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের দেশে কোন ছাত্রছাত্রী নাই, যারা তার ছাত্র জীবনে এক লাইন হলেও কবিতা না লিখেছে। কবিতার প্রভাব এত বেশি, কোন এক মিলিটারি ডিক্টেটরও কবি হয়ে যান। তিনিও কবিতা লিখে ফেলেন।

বাংলাদেশের সাবেক সামরিক শাসক প্রয়াত জেনারেল জিয়াউর রহমান ও জেনারেল হুসেইন মুহাম্মাদ এরশাদের মধ্যে শেষেরজনের কবিখ্যাতি রয়েছে। জেনারেল এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত। জানা যায়, এ পর্যন্ত এরশাদের ১১ টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এরশাদের প্রকাশিত কবিতাগুলোর মধ্যে কণক প্রদীপ জ্বালো, কারাগারের নি:সঙ্গ দিনগুলো, জীবন ও সন্ধ্যা তারা, এক পৃথিবী আগামী দিনের জন্য, নবান্নে সুখের ঘ্রান, ইতিহাসের মাটির ঢেলা চিত্র এবং কবিতা সমগ্রের নাম জানা যায় এরশাদের ঘনিষ্ঠ সূত্র মতে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025