রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৯:০৭

সৌদির নারী অভিবাসীদের পাসপোর্টে ফিঙ্গার প্রিন্ট বাধ্যতামূলক

সৌদির নারী অভিবাসীদের পাসপোর্টে ফিঙ্গার প্রিন্ট বাধ্যতামূলক

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সৌদি আরবে বসবাসকারী সকল অভিবাসী নারীর পাসপোর্ট সংক্রান্ত কার্যক্রমে ফিঙ্গার প্রিন্ট বাধ্যতামূলক করে আইন পাস করা হয়েছে। তবে প্রাথমিক অবস্থায় ইকামা প্রদান ও ফাইনাল এক্সিটের জন্য ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করা হবে। নতুন এ আইন চলতি বছরের ২৩ মার্চ থেকে কার্যকর বলে বিবেচিত হবে।

এর আগে এই আইন কেবল কর্মজীবী নারীদের জন্য প্রযোজ্য থাকলেও এখন থেকে গৃহিনী থেকে শুরু করে সকল অভিবাসী নারীদের জন্য তা বাধ্যতামূলক করা হলো। নতুন এই আইনের ফলে সকল নারীই ফিঙ্গার প্রিন্টের আওতায় চলে আসলো। সৌদি পাসপোর্ট বিভাগের মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল ‍সুলায়মান আল ইয়াহইয়া সাংবাদিকদের বলেন, অভিবাসী নারীদের পাসপোর্ট সংক্রান্ত সকল কার্যক্রম পর্যায়ক্রমে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে করা হবে। তবে প্রাথমিক অবস্থায় ইকামা প্রদান ও ফাইনাল এক্সিটের জন্য ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হবে।

২০১২ সালের ৩১ মার্চ কর্মজীবী নারীদের ফিঙ্গার প্রিন্ট নেওয়া বাধ্যতামূলক করা হয়। কিন্তু অন্য অভিবাসী নারীরা ওই আইনের আওতার বাইরে ছিল। এখন থেকে নারীদের ইকামা প্রদান, নিজস্ব তথ্য পরিবর্তন-পরিবর্ধন এবং ইকামা ট্রান্সফারের কাজে ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করা হবে। সৌদি আরবের বায়োমেট্রিক সিস্টেমের অধীনে অভিবাসী সকল নাগরিকের জন্য ফিঙ্গার প্রিন্ট দেওয়া বাধ্যতামূলক।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025