সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১১:১৪

উপগ্রহ চিত্র প্রকাশ করবে মালয়েশিয়া

উপগ্রহ চিত্র প্রকাশ করবে মালয়েশিয়া

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: নিখোঁজ মালয়েশীয় উড়োজাহাজটির যাত্রীদের স্বজনদের দাবির মুখে অবশেষে উড়োজাহাজের সর্বশেষ উপগ্রহ চিত্র প্রকাশের কথা জানিয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে এক যৌথ সংবাদ সম্মেলনে মালয়েশিয়া সিভিল এভিয়েশন বিভাগ এবং ব্রিটিশ কোম্পানি ইনমারসেট এ কথা জানায়। কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিতের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপগ্রহ চিত্রের মাধ্যমে মানুষ যেন এ বিষয়ে স্বাধীনভাবে তাদের মতামত বিশ্লেষন করতে পারেন সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এদিকে, মালয়েশিয়া কর্তৃপক্ষ জানায়, উপগ্রহ চিত্র অনুযায়ী উড়োজাহাজটির সর্বশেষ অবস্থান ছিল ভারত মহাসাগরে।

যদিও মহাসাগরটির তলদেশে অভিযান চালিয়ে এখন পর্যন্ত কোনো আলামত পাননি উদ্ধারকাজে অংশ নেওয়া কর্মীরা। গত ৮ মার্চ মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ ৩৭০ উড়োজাহাজটি কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংয় যাওয়ার পথে ২৩৯ জন যাত্রী নিয়ে নিঁখোজ হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025