সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৮:০৭

লন্ডনের পার্কে মিলিয়ন পাউন্ড খামে

লন্ডনের পার্কে মিলিয়ন পাউন্ড খামে

নিউজ ডেস্ক: শনিবার বিকাল ৫টা থেকে ক্যানজিংটন পার্কে বিভিন্ন স্থানে পাওয়া যায় এক বিশেষ ধরনের খাম, যা খুঁজে পেলে আপনি নিশ্চিত পাবেন ক্যাশ, কমপক্ষে প্রতিটি এনভেলপের ভিতর রয়েছে ১০০ পাউন্ড করে।

অবিশ্বাস্য হলেও সত্যি ঘটনা- বাস্তবে তাই ঘটেছে। যারা এনভেলপ পেয়েছেন, তাদের প্রত্যেকেই প্রতিটি এনভেলপের ভিতর ১০০ পাউন্ড করে পেয়েছেন। এ পর্যন্ত ৮টি এনভেলপ পাওয়ার সংবাদ নিশ্চিত হওয়া গেছে। যারা পেয়েছেন, তারা নিজেরাই টুইটারে ছবি সহ পোষ্ট দিয়েছেন।

এক বিশেষ ধরনের খাম, যা খুঁজে পেলে আপনি নিশ্চিত পাবেন ক্যাশ, কমপক্ষে প্রতিটি এনভেলপের ভিতর রয়েছে ১০০ পাউন্ড করে। এনভেলপ শনিবার বিকাল ৫টা থেকে পাওয়া যায়। অবিশ্বাস্য হলেও সত্যি ঘটনা- বাস্তবে তাই ঘটেছে। যারা এনভেলপ পেয়েছেন, তাদের প্রত্যেকেই প্রতিটি এনভেলপের ভিতর ১০০ পাউন্ড করে পেয়েছেন। এ পর্যন্ত ৮টি এনভেলপ পাওয়ার সংবাদ নিশ্চিত হওয়া গেছে। যারা পেয়েছেন, তারা নিজেরাই টুইটারে ছবি সহ পোষ্ট দিয়েছেন।

গত সপ্তাহে টেলিগ্রাফে ছোট্র একটা সংবাদ ছিলো আমেরিকার মিলিয়নার লন্ডনে মিলিয়ন পাউন্ড ছড়িয়ে রাখবেন- খুঁজে নিতে হবে। যারা পাবেন কোন প্রকারের প্রশ্ন ব্যতিরেকে ক্যাশ তাদেরই । অনেকেই বিশ্বাস করেন নি। অনেকে ঝোঁক কিংবা সেলফি মনে করেছিলেন। কিন্তু সকল জল্পনা কল্পনা ছাড়িয়ে ঘটনাটি সত্যি প্রমাণিত হয়ে গেলো। শনিবার সকাল সকালই আমেরিকার মিলিয়নারের হাইডেন ক্যাশ টুইট করে নিশ্চিত করেছিলেন লন্ডনের ক্যানসিংটন পার্কে এ ক্যাশ রয়েছে। এনভেলপ খুঁজে নিতে হবে আগ্রহীদেরকে।

জানা যায়, আমেরিকার এই মিলিয়নার ক্যালিফোর্নিয়াতে থাকেন। একজন ধনকুব যিনি পেশায় এস্টেট ব্যবসায়ী।। তিনি ইতিমধ্যে শিকাগোতেও এমন ভাবে ক্যাশ ছড়িয়ে রেখেছিলেন। শিকাগোতে এনভেলপে ১০০ ডলার করে প্রায় ৬ শত হাজার ডলার বিলিয়ে দিয়েছেন। ৪৩ বছরের ধনকুবের জ্যাসন ব্যুজ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তার এই ক্যাশ বণ্টন কার্যক্রম অব্যাহত থাকবে। লন্ডনে তিনি আরও ক্যাশ ছড়িয়ে ছিটিয়ে রাখবেন। লন্ডনের বাইরেও তিনি এই কার্যক্রম ছড়িয়ে দিবেন বলে জানালেন।

এক ইঙ্গিতে তিনি জানালেন পরবর্তী ক্যাশ রাখার ফান গেইম হয়তো বার্মিংহামও অন্তর্ভুক্ত হতে পারে।  প্রসঙ্গতঃ আমি একটা টুইট করেছি সন্ধ্যায় মিলিয়নর জ্যাসন- ক্যাশ কার্যক্রম বাংলাদেশে শুরু করতে পারেন। দেখা যাক কি হয় জ্যাসন জানালেন, যারা এই বার জয়ী হয়েছেন, এনভেলপ পেয়েছেন- তাদেরকে তিনি ইলেক্ট্রনিক্যালি পেমেন্ট দেয়ার পরিকল্পনা করছেন। তবে তিনি বলেন, এবার সাদা এনভেলপ নাও হতে পারে, হতে পারে সেটা বিশেষ একধরনের খাম, যাতে ক্যাশ থাকবে- আপনাকে খুঁজে নিতে হবে জয়ী হওয়ার জন্যে। খাম পেলেই খাম সহ ক্যাশ মানি আপনার। হাইডেন ক্যাশ টুইটের মাধ্যমে তিনি জানিয়ে দিবেন কবে কখন লন্ডন ও কোন কোন সিটিতে এনভেলপ রাখা আছে। ইলেক্ট্রনিক্যালি পেমেন্ট চিন্তা করলেও তিনি জানালেন এখন পর্যন্ত এনভেলপের মাধ্যমে ক্যাশ রাখার কার্যক্রম চালানোর কথাও তিনি জানালেন।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025