শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে বুধবার। এইদিন জাতীয় গ্রিডে যোগ হয়েছে ৭৪০৩ মেগাওয়াট বিদ্যুৎ। যা এক দিন আগে মঙ্গলবারের মোট উৎপাদনের চেয়ে ৩২ মেগাওয়াট বেশি। মঙ্গলবারের উৎপাদনও ছিলো রেকর্ড পরিমাণ ৭৩৭১ মেগাওয়াট। প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী গণমাধ্যমকে বিদ্যুৎ উৎপাদনের এই নতুন রেকর্ডের কথা জানান।
তিনি জানান, দেশে বিদ্যুৎ উৎপাদন একের পর এক নতুন রেকর্ড গড়ছে। এর আগে সর্বোচ্চ রেকর্ড হয় গত ৩০ মার্চ। এই দিন উৎপাদন ছিলো ৭৩৫৭ মেগাওয়াট।