শুক্রবার, ১৩ জুন ২০২৫, ১১:৩০

সতকর্তা জারি হয়েছে পাকিস্তান ভ্রমণে

সতকর্তা জারি হয়েছে পাকিস্তান ভ্রমণে

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ ইউরোপীয় এবং এশিয়া-প্যাসিফিকের কয়েকটি দেশের নাগরিকদের পাকিস্তান ভ্রমণে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাকিস্তানে বিরাজমান রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত কারণে এ পরামর্শ দেওয়া হয়েছে বলে পাকিস্তানের দ্য ডন জানায়।

খবরে বলা হয়, এ সব দেশগুলোর সরকার পাকিস্তানে নিযুক্ত রাষ্টদূতদের তাদের বাসভবনে প্রবেশে কড়াকড়ি এবং ইসলামাবাদে অনুষ্ঠিত কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। তাদের বলা হয়েছে, যদি রাজনৈতিক অবস্থা আরো খারাপের দিকে যায়, তাহলে তারা যেন করাচির কনস্যুলেট জেনারেলের ওখানে চলে যান।

ক্রমাগত জঙ্গি হামলা, অস্থিতিশীল রাজনীতি পাকিস্তানে অস্থিরতা সৃষ্টি করছে। এরপর শুক্রবার পাকিস্তান আওয়ামী তেহরিক ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের মধ্যে সংঘর্ষ হয়। এর পর পরই এ সব দেশগুলোর সরকার তাদের নাগরিকদের উদ্দেশে এ সতকর্তা জারি করলো।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025