শনিবার, ১৪ জুন ২০২৫, ১২:১৮

জাপানে ভূমিধস ও পাহাড়ি ঢলে ১৮ জনের প্রাণহানি

জাপানে ভূমিধস ও পাহাড়ি ঢলে ১৮ জনের প্রাণহানি

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জাপানের পশ্চিমাঞ্চলেীয় হিরোশিমায় ভয়াবহ ভূমিধস ও পাহাড়ি ঢলে কমপক্ষে ১৮ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ২ বছরের এক শিশু ৭৭ বছরের এক নারী রয়েছেন। ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১৩ জন। প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা আরও অনেক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় পুলিশ এ পরিসংখ্যান দিয়েছে। পাহাড়ের পাদদেশে থাকা বহু বাড়িঘর মাটিতে মিশে গেছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৪ জন বলা হলেও, দ্রুত সে সংখ্যা বাড়তে থাকে। হিরোশিমার দমকল বাহিনীর এক মুখপাত্র বলছিলেন, আমরা এখনও দুর্যোগে কত মানুষ হতাহত বা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা পুরোপুরি হিসাব করতে পারিনি। বেশ কয়েকটি স্থানে জীবন্ত মাটিচাপা পড়েছে মানুষ এবং ঠিক কতোজন নিখোঁজ রয়েছে, সে সংখ্যা নিশ্চিতভাবে যাচাই করা সম্ভব হয়নি। এদিকে উদ্ধারকাজ পরিচালনার সময় ৫৩ বছর বয়সী এক উদ্ধারকর্মী পাহাড় ধসে নিহত হন। ভারি বর্ষণের কারণে উদ্ধারকাজ পরিচালনায় বেশ প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হচ্ছে।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভারি বর্ষণ অব্যাহত থাকবে। এদিকে স্থানীয় সরকারের অনুরোধে দুর্যোগ মোকাবেলায় জাপানি সেনা মোতায়েন করা হয়েছে। প্রধানমন্ত্রী শিনজো আবে পূর্ণাঙ্গভাবে উদ্ধারকাজ পরিচালনার নির্দেশ দিয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025