শনিবার, ১৪ জুন ২০২৫, ১২:৩৩

উপনির্বাচনে ধাক্কা খেল বিজেপি

উপনির্বাচনে ধাক্কা খেল বিজেপি

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতে সদ্য অনুষ্ঠিত ৪ রাজ্যের ১৮টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলে বিজেপি বেশ ভাল রকম ধাক্কা খেয়েছে। লোকসভা নির্বাচনে মোদির নেতৃত্বাধীন বিজেপির ভূমিধস সাফল্যের ১০০ দিনের মধ্যেই বিজেপির ফলাফল নিয়ে শঙ্কিত বিজেপির শীর্ষ নেতারা।

অন্যদিকে উল্লøসিত কংগেস ও সংযুক্ত জনতা দল ও আর জেডি জোটের নেতারা। বিশেষ করে বিহারে সংযুক্ত জনতা দল ও আর জেডি যেভাবে মিলিতভাবে লড়াই করে বিজেপি জোটকে ৬টি আসনে পর্যুদস্ত করেছে তাতে এই জোট আগামী দিনে ভাল ফল করার স্বপ্ন দেখছে। গত  লোকসভা ভোটে বিহারে ৪০টির মধ্যে ৩১টি আসনে জিতেছিল বিজেপি  জোট।

সোমবার উপনির্বাচনের ভোটবাক্স খোলার পরে দেখা গেছে, লালু প্রসাদ-নীতিশ কুমার যুগলবন্দি রুখে দিয়েছে বিজেপির জয়রথ। তাদের সঙ্গে যোগ্য সঙ্গত করেছে কংগ্রেসও। বিহারে ১০-এর মধ্যে ৬-৪ আসনে এই জোট হারিয়ে দিয়েছে বিজেপিকে। প্রায় একই ছবি কর্নাটকেও। দক্ষিণের এই রাজ্যে বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি বল্লারী জিতে নিয়েছে কংগ্রেস। এবং তা-ও ৩৪ হাজার ভোটের ব্যবধানে। সাবেক বিজেপি মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার ছেলে কোনও ক্রমে জিতে মুখ রেখেছেন বাবা এবং দলের। কিন্তু রাজ্যে কংগ্রেস বনাম বিজেপির ফল ২-১।

পাঞ্জাবেও বিজেপির জোট শরিক অকালি দলের সঙ্গে সমানে সমানে টক্কর দিয়েছে কংগ্রেস। মধ্যপ্রদেশে বিজেপি নিজেদের কর্তৃত্ব বজায় রাখতে সক্ষম হলেও একটি আসন ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। বিহারে যুযুধান সব পক্ষকে এক মঞ্চে নিয়ে আসার পিছনে  পরোক্ষে  মোদি হাওয়াই দায়ী। লোকসভা ভোটে মোদির নেতৃত্বে রাজ্যে বিজেপির জয়জয়কারের পরে রাজনৈতিক ভাবে বাধ্য হয়েই নিজেদের মধ্যে হাত মেলান জয়প্রকাশ নারায়ণের দুই শিষ্য। মিলনমঞ্চে ‘বড়েভাই’ লালুকে জড়িয়ে ধরেন নীতিশ।

কংগ্রেস সেই স্রোতে মিশতে সময় নেয় ঠিকই, তবে শেষ পর্যন্ত তিন দল মিলে একযোগে বিজেপি বিরোধী ভোটের ভাগাভাগি রুখতে সক্ষম যে হয়েছে তা উপনির্বাচনের ফলেই স্পষ্ট। লোকসভা নির্বাচনে লালু, নীতিশ এবং কংগ্রেসের মোট ভোট ছিল ৪৫ শতাংশ। আর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র ছিল ৩৮ শতাংশ। লোকসভা নির্বাচনে ১৬ শতাংশ সংখ্যালঘু ভোট সামান্য হলেও ভাগ হয়েছিল। সেটা এ বার পুরোটাই পেয়েছে লালু, নীতিশদের দল। কংগ্রেস জোটে আসায় সঙ্গে এসেছে উচ্চবর্ণের ভোটের কিছুটা অংশও।

তবে বিজেপি নেতারা মনে করছেন, বিধানসভার উপনির্বাচনে নানা ‘ফ্যাক্টর’ কাজ করে। ভোটের অঙ্ক আর জাতপাতের রাজনীতি তো রয়েছেই। তেমনই এই ভোটে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে স্থানীয় সমস্যাগুলিও। এ ক্ষেত্রে তার অন্যথা হয়েছে, এমন মনে করার কোনও কারণ নেই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025