শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৫

সিলেট-ঢাকা-চট্টগ্রাম ট্রেন লাইনচ্যুত যোগাযোগ বন্ধ

সিলেট-ঢাকা-চট্টগ্রাম ট্রেন লাইনচ্যুত যোগাযোগ বন্ধ

সিলেট প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় মালবাহী বগি লাইনচ্যুত হয়ে বন্ধ রয়েছে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল। এই পরিস্থিতিতে সিলেট-ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার সকালে কসবা মন্দবাগ রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে বন্ধ হয়ে যায় এ পথের সব ধরনের ট্রেন চলাচল। এ ঘটনায় বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্থানে আটকা পড়েছে। এরই মধ্যে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেন চলাচল স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগবে।

এদিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের গঙ্গাসাগর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগামগামী মেইল ট্রেনে মঙ্গলবার ভোরে ডাকাতি হয়েছে। জিআরপি পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত জসিমউদ্দিন নামে একজনকে আটক করেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2024