রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৫৬

শিনজো আবে জাপানের প্রধানমন্ত্রী পুনঃনির্বাচিত

শিনজো আবে জাপানের প্রধানমন্ত্রী পুনঃনির্বাচিত

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জাপানের পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী পুনঃনির্বাচিত হয়েছেন শিনজো আবে। নতুন মেয়াদে দায়িত্ব পালন করবেন তিনি। গতকাল পার্লামেন্টের নিম্নকক্ষে আয়োজিত বিশেষ অধিবেশনে ৪৭০টি ভোটের মধ্যে আবের পক্ষে পড়ে ৩২৮টি ভোট। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।

একইভাবে পার্লামেন্টের উচ্চকক্ষে ভোটগ্রহণের পর শিনজো আবে তার মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করবেন। তবে মন্ত্রিসভা থেকে বাদ পড়বেন শুধু প্রতিরক্ষামন্ত্রী এবং তার স্থলাভিষিক্ত করা হবে আরেকজনকে। এরপর মন্ত্রিসভার সদস্যরা ইম্পেরিয়াল প্রাসাদে সম্রাট আকিহিতোর উপস্থিতিতে শপথ নেবেন।

ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটস ও তাদের জোটের অংশীদার কোমেই পার্টির এ বিজয়কে আবের প্রতি জাপানি জনগণের সমর্থনকেই ব্যক্ত করছে। নির্বাচনে অল্প সংখ্যক ভোটারের উপস্থিতি সত্ত্বেও, এটা পরিষ্কার যে জাপানের স্থবির অর্থনীতিকে চাঙ্গা করতে শিনজো আবে ও তার রাজনৈতিক দলের নীতির ওপরই আস্থা রাখছেন জাপানি জনগণ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025