মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৪

মালয়েশিয়া ও থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় নিহত ২৪

মালয়েশিয়া ও থাইল্যান্ডে ভয়াবহ বন্যায় নিহত ২৪

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: মালয়েশিয়া ও থাইল্যান্ডে বন্যায় নিহত হয়েছে ২৪ জন। এক দশকের সবচেয়ে ভয়াবহ বন্যায় মালয়েশিয়ায় নিহত হয়েছে অন্তত ১০ জন। সীমান্তের ঠিক ওপাশে অবস্থিত থাইল্যান্ডে ডিসেম্বরের মাঝামাঝিতে শুরু হওয়া বন্যায় এখন পর্যন্ত নিহত হয়েছে ১৪ জন। বন্যার ফলে বাস্তচ্যুত হয়েছে ২ লাখেরও বেশি মানুষ। এ খবর দিয়েছে আল জাজিরা।

মালয়েশিয়ার উত্তর-পূর্বাঞ্চল ও থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে প্রায়ই বন্যা হয়। তবে এ বছর এর তীব্রতা একটু বেশিই ছিল। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের ফলে ঝড়ের তীব্রতা আরও মারাত্মক হবে, পূর্বাভাস দেয়া আরও কঠিন হয়ে পড়বে। মালয়েশিয়ায় বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ প্রদেশ কেলান্টানে নিহত হয়েছে ৫ জন, বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ৮০ হাজার মানুষ।

দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক এ সপ্তাহে সবচেয়ে ক্ষতিগ্রস্থ কিছু অঞ্চল সফর করেছেন। কেলান্টানে পানির উচ্চতা কিছুটা কমে আসলেও, এখনও বিপদজনক মাত্রায় রয়েছে। এর আগে মালয়েশিয়ান সরকার বলেছে, কেলান্টান ও থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে অব্যাহত বৃষ্টিপাত আরও এক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024