বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৬:৫৯

খালেদার কার্যালয় জ্বালিয়ে দেয়ার হুমকি দিল ছাত্রলীগ

খালেদার কার্যালয় জ্বালিয়ে দেয়ার হুমকি দিল ছাত্রলীগ

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় জ্বালিয়ে দেয়ার হুমকি দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। বৃহস্পতিবার চট্টগ্রামের মিরসরাইয়ের নিজামপুর কলেজে ছাত্রলীগের এক সভায় তিনি এ হুমকি দেন।

এর আগে তিনি তার ব্যাক্তিগত ফেসবুক পেইজে বিএনপির কেন্দ্রীয় নেতাদের পেটানোর হুমকি দিয়েছিলেন। নাজমুল বলেন, এসএসসি পরীক্ষায় অংশ নেয়া কোমলমতি শিক্ষার্থীদের ওপর যদি পেট্রলের আঁচ লাগে, যদি তারা হামলার শিকার হয়, তাহলে বেগম জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করে পেট্রল দিয়ে আগুন দেয়া হবে।

এসএসসি পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের নিরাপত্তা এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ছাত্রলীগের কর্মীরা বাংলাদেশের প্রতিটি কেন্দ্রে পাহারা দেবে বলে তিনি জানান। সংগঠনের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি-জামায়াতের সহিংসতা দমনে ছাত্রলীগ গণতন্ত্রের পাহারাদার হিসেবে বাঁশের লাঠি নিয়ে রাজপথে থাকবে।

সমাবেশে সংগঠনের সভাপতি বদিউজ্জামান সোহাগ বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে এ পর্যন্ত ৩৯ জন নিরীহ মানুষ অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। পেট্রলবোমা নিক্ষেপকারীদের ধরে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেয়ার আহ্বান জানান বদিউজ্জামান সোহাগ। মিরসরাই উপজেলা ছাত্রলীগ আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাইনুর ইসলাম রানা। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025