মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:৩৪

মোদির কাছ থেকে প্রথম খবর পান নেপালের প্রধানমন্ত্রী

মোদির কাছ থেকে প্রথম খবর পান নেপালের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন, তার টুইট বার্তা থেকেই প্রথম ভূমিকম্পের খবর পান নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা। বুধবার (২৯ এপ্রিল) এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান মোদি।

তিনি বলেন, কৈরালা তাকে ফোন করে জানিয়েছেন ওই টুইট ছিল তার প্রাথমিক তথ্যের উৎস। ২৫ এপ্রিল নেপালে ৭ দশমিক ৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। সেসময় কৈরালা সরকারি সফরে থাইল্যান্ডে ছিলেন। ভূমিকম্পে এ পর্যন্ত সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন। নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে মোদি বলেন, সরকারের নয়, দেশের স্বার্থেই সাংবাদিকদের কাজ করা উচিত। যেদিন দেশের স্বার্থে সাংবাদিকরা কাজ করবেন, সেদিন সব সমস্যার সমাধান হয়ে যাবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025