আন্তর্জাতিক নিউজ ডেস্ক: এবার কেঁচো খুড়তে বেরিয়ে পড়লো আসল রহস্য। খাদ্যে ভেজাল খুঁজতে বেরিয়ে চীনের পুলিশ যা পেলে তাতে অবাক হতে হল।
হাজার টনেরও বেশি মুরগি, গরু, শূকরের মাংস উদ্ধার হল যা প্রায় ৪০ বছরের পুরনো। সেই সব মাংসই সরবরাহ করার কথা ছিল বিভিন্ন রেস্তোরাঁ, বাজার, শপিং মলে। এমনকি এই ধরনের মাংস হংকং, ভিয়েতনামেও পাঠানোর কথা ছিল বলে জানা গেছে।
চিনের হুনান প্রদেশে খাদ্য পরিদর্শকরা আচমকা হানা দিয়ে প্রায় ৩ লক্ষ কোটি ইয়ান (৪ কোটি ৮৩ লক্ষ মার্কিন ডলার) মূল্যের বেআইনি, খাবার অযোগ্য মাংস উদ্ধার করে। সেই সব মাংসের কটূ গন্ধে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন খাদ্য পরিদর্শক। ভিয়েতনামের সীমান্ত অঞ্চল থেকেই মূলত এই ধরনের মাংস উদ্ধার হয়। এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানা গেছে।