বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০২:৪৮

কামরানের পরিণতি কি চট্রগামের সাবেক প্রভাবশালী মেয়র মহিউদ্দিনের মতো হতে চলেছে

কামরানের পরিণতি কি চট্রগামের সাবেক প্রভাবশালী মেয়র মহিউদ্দিনের মতো হতে চলেছে

 

 

 

 

 

 

 

 

 

 

সুমন আহমেদ: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে বেসরকারীভাবে সর্বশেষ খবরে জানা যায়, ১২৮টি কেন্দ্রের মধ্যে ১২৬টি কেন্দ্রের ১৮ দলীয় জোট প্রার্থী আরিফুল হক (টেলিভিশন প্রতীক) নিয়ে ১০৬৪৮৫ ভোট এবং আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান (আনারস প্রতীক) ৭২০৪৭ ভোট পেয়েছেন। শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। তারপর শুরু হয় ভোট গণনা। এখনো চলছে ভোট গণনা।

কামরানে ভোটের বাক্স দেখে অনেকে বলতে শুরু করেছেন চট্রগ্রামের প্রভাবশালী সাবেক মেয়র মহিউদ্দিনের মতো দরাশায়ী হতে চলেছেন। আবার অনেকে বলছেন চিন্তার কোন কারণ আমাদের কামরান সাহেব খুব শিঘ্রই লন্ডন প্রবাসী হতে চলেছেন। প্রসঙ্গত: কামরান ইতিমধ্যে লন্ডনের ডকল্যান্ড এলাকায় বাড়ি কিনেছেন। লন্ডন সফরের সময় তিনি সেখানেই থাকেন। আওয়ামীলীগের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের প্রতিবেশী হিসেবে তিনি লন্ডনের ডকল্যান্ডে বাড়ি কিনেছেন।

উল্লেখ্য, সিলেট সিটি কর্পোরেশনে (সিসিক) মোট ওয়ার্ডের সংখ্যা ৩৬টি (সংরক্ষিত ৯ এবং সাধারণ ২৭)। মোট ভোটার সংখ্যা দুই লাখ ৯১ হাজার ৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫৭ হাজার ১৮১ জন এবং নারী ভোটার এক লাখ ৩৩ হাজার ৮৬৫ জন। সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর সংখ্যা ৩৫ জন এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর সংখ্যা ১৩৯ জন। প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীরা হলেন- আরিফুল হক চৌধুরী, যার নির্বাচনী প্রতীক ‘টেলিভিশন’, বদর উদ্দীন আহমদ কামরান, যার নির্বাচনী প্রতীক ‘আনারস’।

সিলেট সিটি কর্পোরেশন কাউন্সিলার নির্বাচনে বেসরকারীভাবে ১৪নং ওয়ার্ডে নজরুল ইসলাম মুনিম বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন বলে জানা যায়।

১৩৮    ১০৩

কামরান ৫৬৯৭১

আরিফ ৯১৭৭৭




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024