শীর্ষবিন্দু নিউজ: পরাজয় স্বীকার করে নিলেন বদর উদ্দিন আহমদ কামরান। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দীর্ঘ আঠারো বছর মেয়রের দায়িত্ব পালন করা আওয়ামী লীগ নেতা কামরান শনিবার রাতে ফল ঘোষণার মধ্যেই স্পষ্ট ব্যবধানে পিছিয়ে পড়ার পর নগরীর ছড়ার পাড়ে নিজের বাসায় তার হায় স্বীকার করে নিয়ে বলেন, জনগণ মনে করেছেন নতুন কাউকে নির্বাচিত করবেন তাই তারা সুন্দর রায় উপহার দিয়েছেন। আমি অবশ্যই এই রায়ের প্রতি সমর্থন করছি। শান্তিপূর্ণভঅবে ভোট প্রদান করার জন্য নগরবাসীর কাছে আমার কৃতজ্ঞতা।
তিনি বলেন, জয় পরাজয়ের সাথে সাথে মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে যায় না। সিলেটের মানুষের সাথে আমার আত্নার সর্ম্পক। এটা কখনোই শেষ হবার নয়। আমি আশা করছি নতুন নেতৃত্বে সিলেট সিটি কর্পোরেশন আরো শক্তিশালী হয়ে উঠবে। নির্বাচনে হার হলেও বিগত এক দশকের মতোই ‘জনগণের পাশে’ থাকবেন বলে জানান বর্তমান ক্ষমতাশীল দল আওয়ামী লীগের এই নেতা।
Leave a Reply