বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৯:২৪

সমলিঙ্গ বিয়েকে স্বীকৃতি দিল আয়ারল্যান্ড

সমলিঙ্গ বিয়েকে স্বীকৃতি দিল আয়ারল্যান্ড

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: পাঁচ মাস আগেই নিজেদের মতামত জানিয়ে দিয়েছিল আয়ারল্যান্ড। দেশের মানুষের সেই মতামতই এবার আইনি স্বীকৃতি পেল। বিশ্বের প্রথম দেশ হিসেবে সমলিঙ্গ বিয়েকে স্বীকৃতি দিল কোনও ক্যাথলিক দেশ।

গত শুক্রবার ম্যারেজ বিল দু হাজার পনেরোয় সই করেছে প্রেসিডেন্সিয়াল কমিশন। প্রেসিডেন্সের অফিস জানিয়েছে, একমাসের মধ্যেই প্রথম সমলিঙ্গে বিয়ের সূচনা হবে আয়ারল্যান্ডে।

গত মে মাসে সমলিঙ্গ বিয়ের পক্ষে-বিপক্ষে গণভোট হয় আয়ারল্যান্ডে। সমলিঙ্গ বিয়ের পক্ষে ভোট দেন বাষট্টি শতাংশ মানুষ।

সমলিঙ্গ বিবাহের তালিকা অনু্যায়ী দেখা গেছে, মার্চ ২০১৪ থেকে ২০১৫ জুন পর্যন্ত সমগ্র বিশ্বে ৪,০৫৯ লেসবিয়ান প্রেমযুগল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। পুরুষদের বিচারে সংখ্যাটা ৩,৩০৭।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024