শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ: মীরা মোদি। নাম শুনে অনেকেই মনে করতে পারেন নিশ্চিত মোদি পরিবারের সদস্য। আসলে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কোনও আত্মীয় পরিজন নন তিনি।
১১ বছরের মীরা সংবাদের শিরোনামে এসেছেন সাইবার ক্রাইম থেকে আপনার ই-মেইল ও ফেসবুক সুরক্ষিত রাখার পদ্ধতি আবিষ্কার করে। মাত্র ২ ডলারের বিনিময়ে পাওয়া যাবে এই পাসওয়ার্ড। এই পদ্ধতি আসলে ডাইস ওয়্যার নাম খ্যাত। এই পদ্ধতিতে তৈরি হবে পাসওয়ার্ড- যা আপনার ব্যক্তিগত সাইট ও মেইলকে সুরক্ষা দেবে।
মীরা মোদি জানিয়েছেন, এই ইউনিক পদ্ধতিতে তৈরি হবে নিজস্ব পাসওয়ার্ড- যা সম্পূর্ণ সুরক্ষিত। মাত্র ১১ বছরের মীরা নিউইয়র্কের বাসিন্দা। ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মীরা ইতিমধ্যেই খুলে ফেলেছে নিজের ওয়েবসাইট। আর সেখানেই সে তৈরি করে ফেলেছে সাংকেতিক পাসওয়ার্ড। যা দিয়ে আপনার ই-মেইল ও ফেসবুককে সুরক্ষিত রাখতে পারবেন।